Udayan Guha: উদয়ন গুহর গাড়ি ভাঙচুর, অশান্ত হয়ে উঠল কোচবিহার

Coochbehar: উদয়ন গুহর কথায়, "কোতোয়ালি থানার আইসি যখন বুঝতে পারেন আমি আসছি তিনি তাঁর গাড়িকে আমার গাড়িগুলির মধ্যে ঢুকিয়ে পার করে আনার চেষ্টা করেন। সব গাড়ি বেরিয়ে গিয়েছে। হঠাৎই আমার গাড়িতে আক্রমণ শুরু হল। প্রতিটায় লাঠির বারি। আমার অ্যাটেনডেন্টকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটানো হল। গাড়ি ভাঙচুর করা হল।"

Udayan Guha: উদয়ন গুহর গাড়ি ভাঙচুর, অশান্ত হয়ে উঠল কোচবিহার
হামলা হওয়ার গাড়ির সামনে বসে উদয়ন গুহ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2024 | 10:06 PM

কোচবিহার: ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ উঠল রবিবার সন্ধ্যায়। কোচবিহারের হরিণ চওড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ ওঠে। পাল্টা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাদের।

উদয়ন গুহ দিনহাটা থেকে কর্মসূচি সেরে কোচবিহারে যাচ্ছিলেন। ঘুঘুমারির তোর্ষা ব্রিজের পর হরিণ চওড়া ধরে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি। সেই সময় গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ। গাড়ির পিছন দিকের কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।

উদয়ন গুহর অভিযোগ, দিনহাটার কর্মসূচি সেরে তিনি কোচবিহারে পার্টি অফিসে এসে বসবেন ঠিক করেছিলেন। সেই মতো স্থানীয় নেতাদের জানিয়ে রেখেছিলেন। ঘুঘুমারিতে ব্রিজের মুখে গাড়ি উঠতেই দেখেন সারি বেধে গাড়ি দাঁড়িয়ে। জানতে পারেন বিজেপির একটি মিছিল চলছে।

উদয়ন গুহর কথায়, “কোতোয়ালি থানার আইসি যখন বুঝতে পারেন আমি আসছি তিনি তাঁর গাড়িকে আমার গাড়িগুলির মধ্যে ঢুকিয়ে পার করে আনার চেষ্টা করেন। সব গাড়ি বেরিয়ে গিয়েছে। হঠাৎই আমার গাড়িতে আক্রমণ শুরু হল। প্রতিটায় লাঠির বারি। আমার অ্যাটেনডেন্টকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটানো হল। গাড়ি ভাঙচুর করা হল।”