Left-Congress: কোচবিহারে জোট আর হল না! কংগ্রেসের মনোনয়ন প্রত্যাহারের আবেদন ‘খারিজ’
Coochbehar: কোচবিহার কেন্দ্রে বাম শরিক ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস একসঙ্গে প্রার্থী দেওয়ার পর থেকেই জোটের কাঁটা জোরদার হয়। ফব এই কেন্দ্রে নীতীশচন্দ্র রায়কে প্রার্থী করেছে। এদিকে কংগ্রেসও তাদের যে তালিকা ঘোষণা করে, তাতে দেখা যায় কোচবিহার কেন্দ্রটি রয়েছে। যা নিয়ে সিপিএমকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়।
কলকাতা: কোচবিহারে মনোনয়নপত্র বাতিল হল না কংগ্রেস প্রার্থীর। কংগ্রেস নিজেদের প্রার্থীর মনোনয়ন বাতিল করতে চাইলেও থেকে গেল ‘ত্রুটি’। আর তাতেই আটকে গেল সবটা। কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সেই আবেদন না করায় আবেদনপত্র বাতিল করল না কমিশন।
কোচবিহার কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে বাম কংগ্রেস চাপানউতর চলছিল। এমনও শোনা যাচ্ছিল, কার্যত চাপের কারণেই শেষমুহূর্তে কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নেন। তবে কমিশনের নিয়মে আটকে গেল কংগ্রেসের মনোনয়ন প্রত্যাহার। প্রসঙ্গত, শনিবারই প্রথম দফা ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল।
কোচবিহার কেন্দ্রে বাম শরিক ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস একসঙ্গে প্রার্থী দেওয়ার পর থেকেই জোটের কাঁটা জোরদার হয়। ফব এই কেন্দ্রে নীতীশচন্দ্র রায়কে প্রার্থী করেছে। এদিকে কংগ্রেসও তাদের যে তালিকা ঘোষণা করে, তাতে দেখা যায় কোচবিহার কেন্দ্রটি রয়েছে। যা নিয়ে সিপিএমকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নিজে কংগ্রেসের কাছে এই আসন থেকে প্রার্থিপদ প্রত্যাহারের জন্য বারবার অনুরোধ করেন। তারপরও কাজ হয়নি। একেবারে শেষবেলায় যদিও শোনা যায় কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চলেছেন। যদিও সময়ের গেঁড়োয় তা আর হল না। ফলে কোচবিহারে বাম-কংগ্রেস জোট ভেস্তেই গেল।