BJP Candidate: কেষ্টভূমে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, ‘আইনশৃঙ্খলা’ই হবে হাতিয়ার?

BJP Candidate: প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরই দেবাশিস ধর বলেন, "যে সুযোগ দেওয়া হয়েছে, এটা আমার জীবনের নতুন অধ্যায়। আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি।" একইসঙ্গে পুলিশ, ল' অ্যান্ড অর্ডার নিয়ে নিজের মনোভাব স্পষ্ট করেন দেবাশিস।

BJP Candidate: কেষ্টভূমে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, 'আইনশৃঙ্খলা'ই হবে হাতিয়ার?
বিজেপি প্রার্থী দেবাশিস ধর। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2024 | 10:06 PM

কলকাতা: শীতলকুচির ঘটনাকে সামনে রেখে উত্তাল হয়েছিল একুশের বিধানসভা ভোট। সে সময় জেলার পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। ২০২৪ সালে তিনিই বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী। বীরভূমের বিদায়ী সাংসদ ও এবারেরও তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শনিবার বিজেপি তাদের আরও এক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাংলার দুই আসন বীরভূম ও ঝাড়গ্রামে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একটিতে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, দ্বিতীয়টিতে চিকিৎসক প্রণত টুডু।

প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরই দেবাশিস ধর বলেন, “যে সুযোগ দেওয়া হয়েছে, এটা আমার জীবনের নতুন অধ্যায়। আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি।” একইসঙ্গে পুলিশ, ল’ অ্যান্ড অর্ডার নিয়ে নিজের মনোভাব স্পষ্ট করেন দেবাশিস।

বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের কথায়, “রাজনীতি এবং পুলিশ প্রত্যক্ষভাবে জড়িত। একে অপরের পরিপূরক। আমি যখন ল’ অ্যান্ড অর্ডার সামলাতে ইউনিফর্মে ছিলাম, তখন মুদ্রার একদিকে ছিলাম। এখন আমি অন্যদিকে। ল’ অ্যান্ড অর্ডার সুপ্রতিষ্ঠিত করাই লক্ষ্য। বীরভূমের মত একটা জেলায় আইনশৃঙ্খলা নিয়ে অনেক অভিযোগ আছে। আমি চাই মানুষ যাতে সুশাসন পান।” একইসঙ্গে তিনি বলেন, “আমার সঙ্গে যা ঘটেছে তা যেন কোনও মানুষ বা অফিসারের সঙ্গে না ঘটে।” তারাপীঠের তারার আশীর্বাদ নিয়ে সোমবার থেকে প্রচার শুরু করতে চলেছেন বলেও জানান দেবাশিস।