TMC-BJP: স্কুলই নেই অথচ চাকরি পেলেন ৭৫০ প্যারা শিক্ষক! প্রতিবাদ করতেই ঝাঁটা হাতে পথে TMC

Coochbehar: বুধবার সন্ধ্যায় কোচবিহার এক নম্বর ব্লকে মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা । সন্ধ্যায় কোচবিহার শহরের দাস ব্রাদার্স মোড়ে চলে কুশ পুতুল দাহ। বস্তুত, রাজবংশী স্কুল খোলা ও তাতে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন মিহির গোস্বামী । এরপর তাঁর বিরুদ্ধে পথে নামে বংশী বদন বর্মণের অনুগামীরা । চলে বিক্ষোভ মিছিল ।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 4:27 PM

কোচবিহার: শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ উত্তরবঙ্গে। রাজবংশী স্কুলে প্যারা টিচার নিয়োগ নিয়ে সরব বিজেপি। ২০২১ সালে উত্তরবঙ্গে পাঁচ জেলায় দু’শোর বেশি রাজবংশী স্কুল খোলার জন্য নির্দেশ দেয় শিক্ষা দফতর। ওই সব স্কুলে পড়ানোর জন্য কেবল কোচবিহারে সাড়ে সাতশো জন প্যারা শিক্ষকের নিয়োগ হয়েছে। কিন্তু বিরোধীদের অভিযোগ পাঁচটি জেলার কোথাও রাজবংশী স্কুলের অস্তিত্ব নেই। এরপরই প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক মিহির গোষ্বামী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এবার এর  প্রতিবাদে ঝাঁটা হাতে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, মিহিরের কুশ পুতুল দাহ করলেন তাঁরা।

বুধবার সন্ধ্যায় কোচবিহার এক নম্বর ব্লকে মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা । সন্ধ্যায় কোচবিহার শহরের দাস ব্রাদার্স মোড়ে চলে কুশ পুতুল দাহ। বস্তুত, রাজবংশী স্কুল খোলা ও তাতে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন মিহির গোস্বামী। মিহির বলেন, “কোনও নোটিফিকেশন হল না। যাঁরা চাকরি করবেন তাঁরা আবেদনের কোনও সুযোগ পেলেন না। তাহলে কীভাবে অবৈধ নিয়োগ হল?”

এরপর তাঁর বিরুদ্ধে পথে নামে বংশী বদন বর্মণের অনুগামীরা । চলে বিক্ষোভ মিছিল । এই খবরের পরেই মিহির গোস্বামী কলকাতা থেকে জানান, তাঁর অভিযোগ সঠিক আর তাই আন্দোলন শুরু হয়েছে । তৃণমূলের কার্যালয় থেকে এই সব নিয়োগের তালিকা তৈরি হয়েছে বলে এদিন অভিযোগ করেন বিজেপির বিধায়ক।বিধায়কের আরও বক্তব্য, কোনও বিজ্ঞপ্তি না দিয়ে তৃণমূলের দেওয়া তালিকা দেখে জেলাশাসক সমগ্র শিক্ষা মিশনকে নিয়ে নিয়োগ করছে। এই দুর্নীতি নিয়ে আদালতে যাবেন বলেই হুঁশিয়ারি দেন বিধায়ক। এর পরেই ময়দানে নামে তৃণমূল ।