NRC Controversy: ‘উত্তম ব্রজবাসী অসমেরই বাসিন্দা’, NRC বিতর্কে জোরাল দাবি হিমন্তের
NRC Controversy: কিছুদিন আগেই দিনহাটার সাদিয়াল কুঠিতে উত্তমবাবু কাছে এসেছিল এনআরসি-র নোটিস। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছিল চাপানউতোর। ক্ষোভ উগরে দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মমতা।

দিনহাটা: ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই আবার তাঁর হাতে তফশিলি জাতির শংসাপত্র তুলে দেওয়া হয়েছিল বিডিও থেকে। যদিও এরইমধ্যে আবার এনআরসি-তে নাম জড়ানো উত্তম ব্রজবাসীকে নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর স্পষ্ট দাবি, উত্তম অসমেরই বাসিন্দা। সে কারণেই তাঁর কাছে ওই কাগজ গিয়েছিল।
কিছুদিন আগেই দিনহাটার সাদিয়াল কুঠিতে উত্তমবাবু কাছে এসেছিল এনআরসি-র নোটিস। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছিল চাপানউতোর। ক্ষোভ উগরে দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মমতা। দিনহাটার বাসিন্দা হওয়ার পরেও কী করে উত্তমের নাম এনআরসি-তে এল তা তানি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। উত্তমবাবুর দাবি, তিনি তো কোনওদিনই অসমে যাননি। শুধু তাই নয়, যাননি কোচবিহারেও।
এদিন সাংবাদি বৈঠক করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানেই তাঁর দাবি, উত্তম ব্রজবাসী অসমের বাসিন্ধা। NRC ইস্যুতে তিনি দুজন আইনজীবী দাঁর করিয়েছিলেন আদালতে। কোচবিহারে তাঁর অস্থায়ী বাড়ি। এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, অসম সরকার কোচ রাজবংশীদের NRC-র তালিকা থেকে বাদ দিয়েছে। তিনি যে কোচ রাজবংশী সেটা আদালতে জানায়নি উত্তমের আইনজীবীরা।
এদিকে বিডিও থেকে জাতিগত শংসাপত্র নেওয়ার পর উত্তমববাবু বলেছিলেন, এবার কিছুটা চিন্তা কমল। স্থানীয় সূত্রে খবর, তাঁকে ইদানিং তৃণমূলের সব অনুষ্ঠান মঞ্চের দেখা যাচ্ছে নেতা-মন্ত্রীদের সঙ্গে। এরইমধ্যে হিমন্তের দাবিতে যে নতুন করে বিতর্ক দানা বাঁধবে তা বলার অপেক্ষা রাখে না।
