Balurghat Death: শীতের সকালে ইটভাটায় ওটা কী? একটু এগোতেই…

Balurghat: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়ায়। ইটভাটার মধ্যে গাছে ঝুলন্ত দেহ দেখতে পান প্রথমে স্থানীয় বাসিন্দারা৷

Balurghat Death: শীতের সকালে ইটভাটায় ওটা কী? একটু এগোতেই...
এলাকায় ভিড় জমেছে (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2022 | 10:10 AM

বালুরঘাট: সকাল-সকাল ইটভাটার পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন। তখনই থ সকলে। ইটভাটায় ওটা কী? কাছে যেতেই বোঝা গেল…ইটভাটায় ঝুলছে মৃতদেহ। আর দেরী না করে তৎক্ষনাত তাঁরা খবর দেন পুলিশে। এরপর বালুরঘাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়ায়। ইটভাটার মধ্যে গাছে ঝুলন্ত দেহ দেখতে পান প্রথমে স্থানীয় বাসিন্দারা৷ এরপর গোটা এলাকায় জানাজানি হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ ও ইটভাটার ম্যানেজার গৌতম চৌধুরী। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, মৃত ওই শ্রমিকের নাম জীবন হেমব্রম(৫০)। বাড়ি বালুরঘাট ব্লকের নকশা এলাকায়৷ বিজয় দীর্ঘদিন ধরে বানিয়াপাড়া এলাকায় অবস্থিত ইটভাটাতে কাজ করে আসছেন। সিজনে কয়লার কাজ করে। আর অফ সিজনে নাইট গার্ড অর্থাৎ নৈশপ্রহরীর কাজ করে। গতকাল রাতেও সে কাজ করছিল ইটভাটায়। তারপর আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ইটভাটার মধ্যের একটি গাছে।

গোটা ঘটনায় আত্মহত্যা না অন্য কিছু তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। কারণ ওই শ্রমিকের দেহ মাটির সঙ্গে লেগে রয়েছিল। সেই জায়গা থেকেও উঠছে প্রশ্ন। আর আত্মহত্যা করলেই বা কেন করল সেটা নিয়েও উঠছে প্রশ্ন। উত্তর খুঁজছে বালুরঘাট থানার পুলিশ।