School in Balurghat: বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি! রাত হলেই স্কুলে ঢুকছে অচেনা যুবক-যুবতী, কী হচ্ছে বালুরঘাটে?
Balurghat News: স্কুলে এসে ব্যাপক বিক্ষোভও দেখাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার ওই স্কুলে পরিচলন সমিতির সঙ্গে বৈঠক করেন প্রধান শিক্ষক। আপাতত নৈশপ্রহরীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে।

বালুরঘাট: স্কুলের ভিতরেই চলছে অশালীন কাজ! রাত হলেই নৈশপ্রহরীকে হাত করে স্কুলে ঢুকে পড়ছে যুবক-যুবতীরা। কোনও ছবি যাতে না ধরা পজডে তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সিসিটিভি, বিদ্যুৎ পরিষেবা। এমনই গুরুতর অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার। এখানেই রয়েছে বাদামাইল হাইস্কুল। বুধবার রাতেও স্কুলে এক যুগল প্রবেশ করতেই হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। গ্রামবাসীরা আসতেই পেছন গেট দিয়ে পালিয়ে যায় ওই যুগল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্কুলে এসে ব্যাপক বিক্ষোভও দেখাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার ওই স্কুলে পরিচলন সমিতির সঙ্গে বৈঠক করেন প্রধান শিক্ষক। আপাতত নৈশপ্রহরীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন থেকেই কাণ্ড চলে আসছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুলের ভাবমূর্তি খারাপ হচ্ছে বাচ্চাদের কাছে।
এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক অসিতবরণ লাহিড়ী বলেন, “স্থানীয়দের মারফত খবর পেয়ে আমি সিসি ক্যামেরা চেক করেছি। দেখা গিয়েছে, রাতে ৫ মিনিটের জন্য সিসিটিভি ক্যামেরা অফ হয়। কারেন্ট চলে যায়। তারপর কিছুক্ষণ গ্রামবাসীরা এসে বিক্ষোভ দেখায়। তবে কোন মহিলাকে দেখা যায়নি। পরে ওই নৈশপ্রহরীকে ডেকে প্রশ্ন করেছি। তিনি জানিয়েছেন, স্কুলের পেছনের গ্রামেই ওই মহিলার বাড়ি। তাই শর্টকার্টে যাওয়ার জন্য স্কুলে প্রবেশ করেছিল। আমরা ওই নৈশপ্রহরীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।” অন্যদিকে এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের ডিআই দেবাশিস সমাদ্দার বলছেন, এ নিয়ে খোঁজ খবর নেওয়া হবে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
