South Dinajpur: একাদশীতে ঘর থেকে উদ্ধার হয়েছিল ব্যবসায়ীর দেহ, খুনের কিনারা করল পুলিশ

South Dinajpur: মৃত ব্যক্তি পেশায় সুদের ব্যবসায়ী ছিলেন। লেনদেনের কারণেই ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মিঠুনের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এমনকি মুখে সেলোটেপ লাগানো ছিল। তবে ধৃত ব্যক্তি কী  কারণে ওই ব্যবসায়ীকে খুন করেছেন তা এখনো স্পষ্ট নয়।

South Dinajpur: একাদশীতে ঘর থেকে উদ্ধার হয়েছিল ব্যবসায়ীর দেহ, খুনের কিনারা করল পুলিশ
গ্রেফতার অভিযুক্তImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2024 | 5:42 PM

দক্ষিণ দিনাজপুর: একাদশীর দিন ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছিল এক ব্যবসায়ীর মৃতদেহ। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চকশাদুল্লা এলাকা বাসিন্দা তথা বছর পঁয়ত্রিশের ব্যবসায়ী মিঠুন চক্রবর্তীর দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করে বংশীহারী থানার পুলিশ। এরপরই ঘটনার তদন্তের নামে বংশীহারী থানার পুলিশ। শনিবার বুনিয়াদপুরে একটি নার্সিংহোম থেকে স্বরূপ সরকার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। রাতে থানায় যান গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার এবং বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসিম গোপ।

পুলিশ জানাচ্ছে, ধৃত স্বীকার করে নিয়েছেন, খুনের সঙ্গে তিনি জড়িত। এরপর রবিবার দুপুরে ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতের তোলা হয়। দশদিনের পুলিশ হেফাজত চাওয়া হলে মহকুমা আদালত ছ’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

মৃত ব্যক্তি পেশায় সুদের ব্যবসায়ী ছিলেন। লেনদেনের কারণেই ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মিঠুনের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এমনকি মুখে সেলোটেপ লাগানো ছিল। তবে ধৃত ব্যক্তি কী  কারণে ওই ব্যবসায়ীকে খুন করেছেন তা এখনো স্পষ্ট নয়।