Earthquake in Assam: অসমে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গ! মৃদু দুলুনি দেখা গেল কলকাতাতেও
Earthquake in Assam: রবিবার বিকাল ৪.৪১ মিনিট নাগাদ অসমে প্রথম এই ভূকম্পন অনুভূত হয়। তবে হতাহত বা কোনও বড় রকম দুর্ঘটনার কোনও ঘটনা সেই রাজ্যে ঘটেনি। ভূমিকম্পের সারফেস ওয়েভ অনুভূত হয়েছে বাংলাজুড়ে। সবচেয়ে বেশি টের পাওয়া গিয়েছে উত্তরবঙ্গে। হঠাৎই কেঁপে উঠেছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং-সহ একাধিক জেলা। মৃদু কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও।

কলকাতা: রবিবার বিকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ। হঠাৎ করেই বাড়ির ফ্য়ান-লাইট দুলতে দেখলেন উত্তরবঙ্গবাসী। প্রভাব পড়ল কলকাতাতেও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অসমের তলে তৈরি হয়েছে এই কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, অসমের উদলগিরি ভূমিকম্পের এপিসেন্টার। এই অঞ্চল ভুটান সীমান্তের কাছে। সেই কারণে একদিকে যেমন কম্পন অনুভূূত হয়েছে বাংলা-সহ পূর্ব ভারতে। ঠিক তেমনই তা টের পাওয়া গিয়েছে চিন-মায়ানমারেও। ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে তৈরি হয় কম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকাল ৪.৪১ মিনিট নাগাদ প্রথম এই ভূকম্পন অনুভূত হয়। তবে হতাহত বা কোনও বড় রকম দুর্ঘটনার কোনও ঘটনা সেই রাজ্যে ঘটেনি। ভূমিকম্পের সারফেস ওয়েভ অনুভূত হয়েছে বাংলাজুড়ে। টের পাওয়া গিয়েছে উত্তরবঙ্গে। হঠাৎই কেঁপে উঠেছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং-সহ একাধিক জেলা। মৃদু কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও।
ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাওয়ানি। রিখটার স্কেলে মাত্রাও স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি ছিল বলে অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে, বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য, এই ঘটনায় অনেকটাই আতঙ্কিত হয়েছেন অসমবাসী। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গুয়াহাটি সংলগ্ন এলাকায়। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন অনেকেই। অসমের পূর্বতন মুখ্য়মন্ত্রী সর্বনন্দ সোনওয়ালও নিজের এক্স হ্যান্ডেলে সেই কম্পনের কথা উল্লেখ করে একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘অসমে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। আমি আশা রাখি, সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।’
