Balagarh: ঝাড়ফুঁকে হিতে বিপরীত, রাগে মদ খাইয়ে ওঝাকে খুন সাকরেদের!
Murder Case: ভূত ছাড়ানো, তুকতাক করা, ঝাড়ফুঁক ইত্যাদি কাজের বরাত এনে দিতেন সঙ্গী। দু'জন মিলে তার পর 'খদ্দেরের' বাড়ি যেতেন। কিন্তু সেই সঙ্গীর এক আত্মীয়ের সমস্যা দূর করতে গিয়ে হিতে বিপরীত করেছিলেন ওঝা।
হুগলি: ভূত ছাড়ানো, তুকতাক করা, ঝাড়ফুঁক ইত্যাদি কাজের বরাত এনে দিতেন সঙ্গী। দু’জন মিলে তার পর ‘খদ্দেরের’ বাড়ি যেতেন। কিন্তু সেই সঙ্গীর এক আত্মীয়ের সমস্যা দূর করতে গিয়ে হিতে বিপরীত করেছিলেন ওঝা। সেই রাগে তাঁকে মদ খাইয়ে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে খুন করেন সাকরেদ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ে (Balagarh)। অভিযুক্ত লাল্টু চৌধুরীকে এদিন গ্রেফতার (Arrest) করেছে বলাগড় থানার পুলিশ (Balagarh Police)।
নাম সুরেন্দ্র চৌধুরী। বছর ৪০-এর সুরেন্দ্র ওঝা ছিলেন। গত ৩ অক্টোবর বলাগড় থানার ডুমুরদহ ফুলপুকুর এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান রেল লাইনের পাশে এক নয়ানজুলিতে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর দেওয়া হয় পুলিশকে। বলাগড় থানার পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে। তখনও জানা যায়নি মৃতের পরিচয়।
পরে অবশ্য পরিচয় মেলে। জানা যায় আদতে নৈহাটির গড়িফার বাসিন্দা সুরেন্দ্র চৌধুরী ওঝা ছিলেন। ঝাঁড়ফুঁক, তুকতাক করা ছিল তার কাজ। কিন্তু তাঁকে কেন খুন হতে হল? কেই বা হত্যা করতে পারে তাঁকে। তদন্ত নেমে পুলিশ জানতে পারেন কল্যাণীর বাসিন্দা লাল্টু চৌধুরী তাকে বিভিন্ন জায়গায় ওঝার কাজে নিয়ে যেতেন। দু’জনের ভালই বন্ধুত্ব ছিল। একজন কাজের খোঁজ দিতেন, আর অন্যজন ‘অ্যাসাইনমেন্ট’ নিতেন।
সোমবার ওঝার সেই সঙ্গী লাল্টুকেই কুন্তিঘাট থেকে গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ। ধৃত পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন বলে জানান হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুণ্ডু। তাঁকে জেরা করে পুলিশ জানতে পারে ঘটনার দিন অর্থাৎ, ২ অক্টোবর ওঝা সুরেন্দ্রকে ডুমুরদহ নিয়ে যায় লাল্টু। সেখানে মদ খায় দুই বন্ধু। তার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে সুরেন্দ্রকে খুন করে নয়ানজুলিতে ফেলে দেয় লাল্টু। কিন্তু কেন এই খুন?
পুলিশ তদন্তে নেমে প্রথমে মৃতের পরিচয় জানতে চেষ্টা করেছিল। নৈহাটি থানায় মিসিং ডায়েরির সূত্র থেকে সুরেন্দ্রর খোঁজ মেলে। সুরেন্দ্রর পরিবারের সঙ্গে কথা বলে তিনি কার সঙ্গে মিশতেন, বন্ধু বান্ধব কারা তা জানতে পারে পুলিশ। সেই সূত্র ধরে পুলিশ লাল্টুর খোঁজ পায়। লাল্টুও জেরায় স্বীকার করে খুনের কথা। তিনি জানান, ওঝাগিরি করার জন্য সুরেন্দ্রকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন তিনিই। ভূত ছাড়ানো থেকে সাপে কাটা, বিভিন্ন সমস্যায় ঝাড়ফুঁক করতেন ওই ওঝা। এরকমই কোনও এক জায়গায় তাঁর পরিচিতের ঝাড়ফুঁক করতে গিয়ে হিতে বিপরীত করে দেওয়ায় রাগের বশে সুরেন্দ্রকে খুন করেন তিনি। পুলিশের কাছে এমনই স্বীকারোক্তি দেন অভিযুক্ত লাল্টু। ডিএসপি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করার পর অপরাধী ধরা পড়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:Child Death: ‘ছেলেটার মুখও দেখতে পারলাম না…’ ২৪ ঘণ্টা না পেরতেই হাসপাতালেই মৃত্যু সদ্যোজাতর!