Local Train : হাওড়া-তারকেশ্বর শাখায় রেল লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ ট্রেন চলাচল
Local Train : মুহূর্তে ফাটলের কথা ছড়িয়ে পড়ে নালিকুল, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর সহ নিকটবর্তী সমস্ত স্টেশনে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
হরিপাল : বিগত কয়েক মাসে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দফায় দফায় বাতিল হয়েছে লোকাল ট্রেন (Local Train)। কখনও শক্তিগড় স্টেশনে রেলের কাজ আবার কখনও বারুইপাড়া, চন্দনপুরে ফোর্থ লাইনের কাজের জন্য ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। এদিকে এবার সপ্তাহের মাঝামাঝি সময়ে হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakeshwar) মেন লাইনে কৈকালা স্টেশনে ফাটল দেখা গেল। তার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল। এই শাখায় আরামবাগ-গোঘাট-হরিপাল-সিঙ্গুরের যাত্রীদের ভিড় থাকে বরাবারই। তারমধ্যেই দিনের শুরুতে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। যদিও শনিবার-রবিবার অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম থাকে। তাতেই রক্ষা। সূত্রের খবর, হরিপালের কাছেই কৈকালা স্টেশনে এদিন রেল লাইনে ফাটল দেখতে পাওয়া যায়। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে।
জানা গিয়েছে এদিন সকালে তারকেশ্বর-হাওড়া ডাউন ট্রেন ছাড়ে ৫:৫০ নাগাদ। ওই ট্রেনটি কৈকালা স্টেশন ছাড়ার পরই লাইনে ফাটল দেখা যায়। মুহূর্তে ফাটলের কথা ছড়িয়ে পড়ে নালিকুল, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর সহ নিকটবর্তী সমস্ত স্টেশনে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। প্রা ছুটে আসেন রেল কর্মীরা। জোরকদমে শুরু হয় ফাটল মেরামতির কাজ। যাত্রীরা জানাচ্ছেন, এদিন প্রায় দু ঘন্টার বেশি সময় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এই শাখায়। বর্তমানে ফের পুরোদমে ট্রেন চলাচল শুরু হলেও হাওড়া তারকেশ্বর ডাউন লাইনে কিছুটা সময় দেরিতে চলছে ডাউন ট্রেন। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানাচ্ছে রেল।
রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (তারকেশ্বর) রঞ্জিত কর্মকার বলেন, “সাড়ে ৫টা নাগাদ ডাউন ট্রেন যাওয়ার পর আমাদের গেট ম্যান লাইনে একটা ক্র্যাক দেখতে পান। তিনই বাহিরখণ্ড এসএমকে জানান তিনি। তারপরই আমাদের কাছে খবর আসে। আমাদের টিম ওই জায়গায় চলে যায়। আমরা ফাটল মেরামতির কাজ শুরু করি। কিছুটা মেরামতির পর খানিক পরে অবস্থা স্বাভাবিক হলে ফের ট্রেন চলাচল শুরু হয়। তবে পুরোপুরিভাবে সারাইয়ের কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। সকাল থেকে এখনও পর্যন্ত চারটি ট্রেন গিয়েছে।”