Hooghly: ডাস্টবিনে পড়ে ছিল কালো রঙের প্লাস্টিক, বেলচায় টান পড়তেই খুলে যায় গিঁট…. যা বেরল, শরীর দিয়ে হিমস্রোত বয়ে গেল সাফাইকর্মীদের
Hooghly: সকালে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখেন প্লাস্টিক মোড়ানো হাড় খুলি কঙ্কাল পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। এলাকায় মানুষের ভিড় জমান।

হুগলি: ডাস্টবিন থেকে ময়লা তুলতে গিয়েছিলেন সাফাইকর্মীরা। বেলচায় কিছুটা একটা প্লাস্টিক আটকে যায়। কালো রঙের প্লাস্টিকে টান পড়তেই খুলে যায় গিঁট পাকানো মুখ! বেরিয়ে পড়ে মানুষের হাড়গোড়, খুলি! হুগলি চুঁচুড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখেন প্লাস্টিক মোড়ানো হাড় খুলি কঙ্কাল পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। এলাকায় মানুষের ভিড় জমান। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে। কে কঙ্কাল ফেলে গেল, তা জানা যায়নি। এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই, তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এলাকায় কেউ মারা গিয়েছেন, এমন খবরও নেই। ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কিনা, তা দেখছে পুলিশ। চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয়। উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরোনো, তাই এই কঙ্কাল সেই রকম কোনও কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তা তার খোঁজ নিচ্ছে পুলিশ। কঙ্কালের ফরেনসিক পরীক্ষা হবে।

