AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tainted candidate List: পার্থর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত, দাগিদের তালিকায় নাম আসতেই ‘ভ্যানিশ’ সাহিনা, সকাল থেকেই বাড়িতে তালা

Hooghly: তবে গ্রামের বাড়িতে নেই সাহিনা। বাড়িতে বারবার দরজার কড়া নাড়লেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এলাকার লোক যেন কিছু বলতে পারছেন না। এক কথায় tv9 বাংলার ক্যামেরা দেখেই লুকিয়ে পড়লেন।

Tainted candidate List: পার্থর 'ঘনিষ্ঠ' হিসাবে পরিচিত, দাগিদের তালিকায় নাম আসতেই 'ভ্যানিশ' সাহিনা, সকাল থেকেই বাড়িতে তালা
'ভ্যানিশ' সাহিনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 31, 2025 | 12:45 PM
Share

হুগলি: শনিবারই অযোগ্যদের তালিকায় নাম দেখা গিয়েছে হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার। এই নিয়ে জল্পনা-কল্পনা বাড়তেই তাঁর বাড়ি পৌঁছে গেল টিভি৯ বাংলা। তবে গ্রামের বাড়িতে নেই সাহিনা। বাইরে থেকে ঝুলছে তালা। বাড়িতে বারবার দরজার কড়া নাড়লেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এলাকার লোক যেন কিছু বলতে পারছেন না। এক কথায় tv9 বাংলার ক্যামেরা দেখেই লুকিয়ে পড়লেন।

এলাকাবাসী ইতিমধ্যেই জানিয়েছেন, গতকালও তৃণমূল নেত্রীকে দেখেছেন এলাকায়। কিন্তু সকাল হতে না হতেই ‘ভ্যানিশ’ হয়ে গেলেন তিনি? উঠছে প্রশ্ন। লোকমুখে শোনা যায় হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালীন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভাল সম্পর্ক ছিল তাঁর। তবে ক্যামেরার সামনে মুখ খুললেন না কেউই।

উল্লেখ্য, তৃণমূলের দাপুটে নেত্রী তথা বর্তমান হুগলি জেলা পরিষদের সদস্যা। (২০১৩-১৮ হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ও ২০১৮-২০২৩ হুগলি জেলা পরিষদের সাধারণ সদস্য) হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ থাকার সুবাদে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সাহিনা সুলতানা। প্রথমের দিকে বাঁকুড়ার কোনও একটি স্কুলে চাকরি পেয়েছিলেন তিনি। পরবর্তীতে শাহিনা সুলতানা খানাকুলের রাজহাটি-বন্দর হাই স্কুলের শিক্ষিকা হিসাবে যোগদান।

খানাকুল ১ নম্বর ব্লকের দাপুটে তৃণমূল নেতা তথা খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৎকালীন সহ-সভাপতি তথা বর্তমান সদস্য নইমুল হক ওরফে রাঙার বোন (কাকার মেয়ে) সায়না সুলতানা। যদিও, প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান ঘোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস চৌধুরী বলেন, “অনেক নেতাই তো আমাদের জেলে আছে। এই নিয়ে আর কিছু কথা বলব না।”