Drug Recover: গাড়ি থেকে বেরলো কি না এইসব জিনিস! চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের

Hoooghly:হুগলির চণ্ডীতলার থানা এলাকার ঘটনা। গাঁজা পাচারকারীর এক বড়সড় চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্ৰেফতার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা।

Drug Recover: গাড়ি থেকে বেরলো কি না এইসব জিনিস! চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের
মাদক উদ্ধার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 5:47 PM

হুগলি: দ্রুত গতিতে চলছিল গাড়ি। নিত্যদিনের মতো চলছিল নাকা চেকিং। হাত দেখিয়ে গাড়ি থামাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। গাড়ির ভিতর থেকে উদ্ধার প্রচুর গাঁজা। ঘটনায় গ্রেফতার আট। সেই সঙ্গে দু’টি গাড়িকেও আটক করল পুলিশ।

হুগলির চণ্ডীতলার থানা এলাকার ঘটনা। গাঁজা পাচারকারীর এক বড়সড় চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্ৰেফতার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা। অভিযুক্তদের কাছ থেকে ১০০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে দু’টি গাড়িও আটক হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে হুগলি জেলার ২৬নং জাতীয় সড়কের কলাছড়ায় দুটি গাড়িকে আটকে তল্লাসি চালানো হয়। সেই সময় তাদের কাছ থেকে ওই গাঁজাগুলি উদ্ধার হয়।। তারপরেই দুটি গাড়িতে থাকা ৮ জনকে আটক করে চণ্ডীতলা থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের গ্ৰেফতার করা হয়। মঙ্গলবার তাঁদের আদালতে তোলা হয়।

পুলিশ জানিয়েছে অভিযুক্তরা ওড়িশা থেকে এসে ২৬ নম্বর জাতীয় সড়ক ধরে চাঁপাডাঙ্গার দিকে যাচ্ছিল। সেই সময় তাদের গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। গ্রেফতার হওয়া অভিযুক্তদের ৫ জনই ওড়িয়া। বাকি ৩ জন চণ্ডীতলার বাসিন্দা।

এই বিষয়ে পুলিশ আধিকারিক জানান, “নম্বর প্লেটহীন গাড়ির সংখ্যা ক্রমাগত বাড়ছিল। সেই কারণে আমরা নজরে রেখেছিলাম। এরপর পুলিশের একটি নম্বর প্লেটহীন বাইক আটক করে। অভিযুক্তকে ধরতেই জানতে পারি এটি একটি চোরাই গাড়ি। এইভাবে তদন্ত করতে করতে মোট সাতটি গাড়িকে বাজেয়াপ্ত করা হয়। তারপর জেরা চলে। এরপর গাঁজা সমেত গাড়ি আটক করা হয়। সেখান থেকে ১০০ কেজির গাঁজা উদ্ধার হয়। অভিযুক্তদের মধ্যে পাঁচজন ওড়িশার বাসিন্দা। বাকি কয়েকজন এখানে থাকেন।”