Bangla News » West bengal » Hooghly » Man went for wedding ceremony riding on a bike in Hooghly as he loves adventures
Bike Rider: জীবনের ‘অ্যাডভেঞ্চারে’ও সঙ্গী বাইক! ফুলে সাজানো দু’চাকা নিয়েই বিয়ে করতে গেলেন সৌম্যজিৎ
TV9 Bangla Digital | Edited By: tannistha bhandari
Updated on: Jan 28, 2023 | 9:17 AM
Bike Rider: অ্যাডভেঞ্চার তাঁর খুবই প্রিয়। বাইকে চেপে গিয়েছেন সন্দাকফুর মতো দুর্গম রাস্তাতেও।
Jan 28, 2023 | 9:17 AM
বাইক নিয়ে না অ্যাডভেঞ্চারে অংশ নিয়েছেন তিনি। নেপাল, সিকিম, সন্দাকফু ঘুরে এসেছেন বাইকে চেপেই। বাইক তাঁর জীবনের অংশ হয়ে গিয়েছে বলেই মনে করেন হুগলির চুঁচুড়ার উত্তর সিমলার বাসিন্দা সৌম্যদীপ সরকার। তাই বিয়ে করতে যাওয়ার সময় সেই বাইকেই সওয়ার হলেন তিনি।
1 / 5
সৌম্যদীপ পেশায় কার্টুনিস্ট। কিন্তু নেশা অ্যাডভেঞ্চার। ছেলেবেলায় মার্শালার্ট থেকে শুরু করে স্কেটিং, সবই করেছেন তিনি। সময় পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন বন্ধুদের সঙ্গে। বাইক রাইডার হিসেবেই এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।
2 / 5
চন্দননগর হরিদ্রা ডাঙায় বিয়ে করছেন সৌম্যদীপ। সাধারণত বিয়েচে ফুল সাজানো গাড়ি নিয়েই যান অন্যান্যরা। কিন্তু সৌম্যদীপ ব্যতিক্রম। তাঁর মতে, জীবনের এই পর্বটাও অ্যাডভেঞ্চার দিয়েই শুরু হওয়া জরুরি। চার চাকায় আরামের যাত্রা তাঁর পছন্দ নয়। তাই বাইককেই সাজিয়ে নিয়ে বিয়ে করতে যান তিনি।
3 / 5
সৌম্যদীপ বলেন, বাইকের সঙ্গে আমার সম্পর্কটা এমনই হয়ে গিয়েছে যে জীবনের কোনও ইভেন্টই বাইক ছাড়া ভাবতেই পারি না। আমার স্ত্রীও বাইক পছন্দ করেন। তাঁকে নিয়ে বাইকেই ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
4 / 5
সৌম্যদীপের প্রতিবেশী শান্তনু দত্ত গুপ্ত বলেন, 'আমাদের অনেকেরই প্যাশন আছে। তবে বিশেষ সময়ে তা হয়ত নিয়ে চলা যায় না। সৌম্যদীপ এটা করতে পারছে বলে ভাল লাগছে।'