Hooghly News: পুজোর আগে এ কী অনাসৃষ্টি! মরে-মরে জলে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল-বাটা
মাছ চাষী বলেন, সন্ধা সাড়ে ছটা পর্যন্ত তিনি পুকুরে ছিলেন। সাড়ে সাতটা নাগাদ পাহারাদার যান। তারপরই জানতে পারি মাছ ভাসছে। তাঁর কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। কেন এরকম করল জানি না। খবর পেয়ে মগড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

হুগলি: সামনেই পুজো। তার প্রস্তুতি চলছিল। কিন্তু এমন ঘটনা ঘটবে কে ভেবেছিল। পুকুরে ভেসে উঠল একের পর এক মরা মাছ। রুই, কাতলা, মৃগেল, বাটা-সহ নানা প্রজাতির মরা মাছ ভেসে উঠল পুকুরে। যার মূল্য প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা। ঘটনাটি মগড়ার চন্দ্রহাটি ১ গ্রাম পঞ্চায়েতের বিষপাড়া এলাকায়।
হুগলির বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরের তরামালিক কলোনীর বাসিন্দা অচিন্ত বিশ্বাস। তিনি চন্দ্রহাটি এলাকায় একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন গত তিন বছর ধরে। মাছ পাহাড়া দেওয়ার জন্য লোকও রাখা আছে। মঙ্গলবার রাতে সেই পাহাড়াদার খবর দেয় সেই পুকুরেই মাছ মরে ভেসে উঠেছে। তাঁর অভিযোগ কেউ বা কারা বিষ ঢেলে দিয়ে গিয়েছে পুকুরে। আর সেই কারণে প্রায় দশ লক্ষাধিক টাকার মাছ মরে গিয়েছে।
মাছ চাষী বলেন, সন্ধা সাড়ে ছটা পর্যন্ত তিনি পুকুরে ছিলেন। সাড়ে সাতটা নাগাদ পাহারাদার যান। তারপরই জানতে পারি মাছ ভাসছে। তাঁর কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। কেন এরকম করল জানি না। খবর পেয়ে মগড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অচিন্ত্য বিশ্বাস বলেন, “কালকে সন্ধে ছটা পর্যন্ত পাহারায় ছিলাম। তারপর বাড়ি যাই। রাতে একটা পাহারাদার ছিল। ওই ফোন করে বলে সব মাছ মরে গেছে। আর যেগুলো বেঁচে ছিল দু থেকে তিন পাক করে খেয়ে পড়ে আছে। এ দৃশ্য দেখার মতো নয়।”
