Subhaprasanna: কেউ চুরি করবে না, এটা হতে পারে না, সবাই তো রামকৃষ্ণ মিশনের সদস্য নয়: শুভাপ্রসন্ন
Hooghly: রবিবার হুগলি জেলার খানাকুলের ঘোষপুরের নেতাজী ইউনিয়ন বিদ্যাপীঠের ৭৫ বছর পুর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে টিভি ৯ বাংলার সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, "সব জায়গায় দুর্নীতি আছে, আবার ভালও আছে। একেবারে সমাজে থেকে কেউই চৌর্যবৃত্তি করবে না, দুর্নীতি করবে না।"
হুগলি: নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) নাম জড়িয়েছে তাবড়-তাবড় তৃণমূল নেতার (TMC Leader)। কয়েকদিন আগেই গ্রেফতার হয় হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। সেই নিয়ে অস্বস্তি বেড়েছে শাসকদলের। এই পরিস্থিতিতে রবিবার হুগলির একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে টিভি ৯ বাংলার প্রশ্নের উত্তরে শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বলেন, “দুর্নীতি আছে, আবার ভালও আছে।” রবিবার হুগলি জেলার খানাকুলের ঘোষপুরের নেতাজি ইউনিয়ন বিদ্যাপীঠের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে টিভি ৯ বাংলার সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, “সব জায়গায় দুর্নীতি আছে, আবার ভালও আছে। একেবারে সমাজে থেকে কেউই চৌর্যবৃত্তি করবে না, দুর্নীতি করবে না। এটা হবে না। সবাই তো রামকৃষ্ণ মিশনের মেম্বার নয়। সুতরাং ভালও থাকবে, মন্দও থাকবে। আমাদের ভালটা বেছে নিতে হবে।”
একই সঙ্গে বাংলার শিক্ষা ব্যবস্থার অবক্ষয় প্রসঙ্গে তিনি মন্তব্য করেন। বলেন, “না না, সবকিছুই ঠিক আছে। আমরা এটা সব সময় এটা মনে করি। সব তো পরিবর্তন হয়। সব সময় একরকম থাকে না। সুতরাং, বাংলা – বাংলাতেই আছে। এখন বহু শিল্পী, নাট্যকার, সাহিত্যিক আছে যারা সাহিত্য রচনা করছেন। কাজ করছেন। কোনওটাই থেমে নেই।”
উল্লেখ্য, রবিবার উৎসবের তৃতীয়দিন ছিল। স্কুলে হাজির হয়ে ছিলেন শুভাপ্রসন্ন। হুগলি জেলা পরিষদের শিক্ষাকর্মাধ্যক্ষ গোপাল রায়, স্কুল শিক্ষা দফতরের শিক্ষা বিষয়ক সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, এলাকার প্রধান হায়দর আলি সহ একাধিক জন। খানাকুলের এই প্রত্যন্ত গ্রামের স্কুলে চার দিন ব্যাপি ছাত্র ছাত্রীরা নাটক,গান আবৃত্তি,বক্তৃতা, নানান ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।