Howrah: কেবল মেট্রো নয়, মোদীর হাত ধরে হাওড়াবাসীর ঝুলিতে নতুন উপহার
Howrah: এই সাবওয়ের মাধ্যমে হাওড়া মেট্রো স্টেশনের সঙ্গে হাওড়া স্টেশনের সরাসরি যুক্ত করা হয়েছে। হাওড়া মেট্রো স্টেশনে যাত্রীরা নেমে সাবওয়ে ব্যবহার করে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের বাইরের গেটে চলে আসতে পারবেন। এখান থেকে যাত্রীরা হাওড়া স্টেশনের ১ থেকে ১৫ নম্বর প্লাটফর্মে যেতে পারেন।

হাওড়া: আজ, শুক্রবার বাংলায় উদ্বোধন হয়ে গেল কলকাতার নতুন তিনটি মেট্রো রুট। তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ও কাঙ্খিত শিয়ালদহ এসপ্ন্যানেড সংযোজিত মেট্রো রুট। যার ফলে সরাসরি হাওড়া স্টেশন থেকে সেক্টর ফাইভ পৌঁছানো সম্ভব হবে। এর মধ্যে হাওড়াবাসীর ঝুলিতে আরও একটি উপহার। এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি মেট্রো রুটের উদ্বোধনের পাশাপাশি হাওড়া স্টেশনের একটি সাবওয়ের উদ্বোধন করেন।
এই সাবওয়ের মাধ্যমে হাওড়া মেট্রো স্টেশনের সঙ্গে হাওড়া স্টেশনের সরাসরি যুক্ত করা হয়েছে। হাওড়া মেট্রো স্টেশনে যাত্রীরা নেমে সাবওয়ে ব্যবহার করে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের বাইরের গেটে চলে আসতে পারবেন। এখান থেকে যাত্রীরা হাওড়া স্টেশনের ১ থেকে ১৫ নম্বর প্লাটফর্মে যেতে পারেন।
প্ল্যাটফর্মে ঢোকার মুখে টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে। সেখান থেকে শহরতলিতে যাওয়ার ট্রেনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। একইভাবে মেট্রো থেকে বেরিয়ে যাত্রীরা পায়ে হেঁটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্মে যেতে পারবেন। এছাড়াও হাওড়া স্টেশন থেকে যাত্রীরা খুব সহজেই মেট্রো রেল ধরে শিয়ালদহ, সেক্টর ফাউভ ও কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পারবেন।
হাওড়া থেকে শিয়ালদহ এখন মাত্র ১১ মিনিটেই। এখনও পর্যন্ত এই যাত্রাপথের একমাত্র পরিবহনের ভরসা বাস! একাধিক বাসও চলে এই রুটে, তবে আসতে সময় লেগে যেতে ঘণ্টা খানেকেরও বেশি। এবার সহজ হল যাত্রাপথ! আবার ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরোদমে চালু হলে তার সুবিধা পাবে কলকাতার দুই প্রধান অফিসপাড়াও। এসপ্ল্যানেড চত্বরের অফিসপাড়ায় যাতায়াতের ক্ষেত্রে এত দিন শুধু হাওড়া স্টেশন থেকেই মেট্রোর সুবিধা পাওয়া যেত। এখন শিয়ালদহ স্টেশন থেকেও সেই সুবিধা মিলবে। পাশাপাশি, হাওড়া থেকে সরাসরি মেট্রোয় চেপে পৌঁছে যাওয়া যাবে মাত্র ৩৫ মিনিটেই কলকাতার তথ্যপ্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভে। সম্ভাব্য ৩০ টাকা খরচ করেই!

