হাওড়া: নবান্নের (Nabanna) কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। শনিবার সন্ধ্যেবেলা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল হাওড়ার মন্দিরতলা এলাকায়।
বেপরোয়া ভাবে গাড়ি চালানোয় বলি হলেন একজন। এদিন নবান্নের কাছে মন্দিরতলায় স্কুটি দুর্ঘটনায় অকুস্থলে মৃত্যু হল এক তরুণী। গুরুতর আহত হলেন এক যুবক। জানা গিয়েছে মৃতা রামরাজাতলার বাসিন্দা। অন্যদিকে আহত যুবকের বাড়ি হাওড়াারই ডোমজুড় এলাকায়।
ঠিক কী ঘটেছে?
এদিন হাওড়ার শিবপুর মন্দিরতলায় নবান্ন সংলগ্ন উপান্নর কাছে দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার র্যাম্পে গাড়ি দুর্ঘটনা হয়। স্কুটিতে বসা এক তরুণীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। গুরুতর আহত হন ওই স্কুটিরই চালক এক যুবক। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি হয়।
হাওড়া পুলিশ সূত্রে খবর, একটি কালো রঙের স্কুটিতে চেপে এক যুবক ও এক তরুণী কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসছিলেন। ঠিক দ্বিতীয় হুগলি সেতু দিয়ে নামার সময় র্যাম্পের বাঁ দিকের ডিভাইডারে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি সজোরে ধাক্কা মারে। স্কুটিটি চালাচ্ছিলেন ওই যুবক। সজোরে ধাক্কা মারায় ২ জনেই ছিটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ। হাওড়া সিটি পুলিশের কিরণ অ্যাম্বুল্যান্সে করে ২ জনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তোফা (২৩) নামে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
অন্যদিকে রফিকুল দিওয়ান (২৭) নামে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে রাত পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী জগাছা থানা এলাকার রামরাজাতলার বাসিন্দা। অপরদিকে আহত যুবক ডোমজুড়ের বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। ঘটনার পরই শিবপুর থানার পুলিশ দু’জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
কেন এই দুর্ঘটনা?
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেপরোয়াভাবে স্কুটি চালাতে গিয়েই এই পরিণতি। স্কুটি চাবক মদ্যপ ছিলেন কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই তরুণীকে নিয়ে তিনি কোথা থেকে ফিরছিলেন সেটাও জানার চেষ্টা চলছে। তাঁদের মধ্যে কী সম্পর্ক সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে নবান্নের সামনে এই দুর্ঘটনাটি হওয়ায় বিশেষ তৎপর হয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: Ritabrata Banerjee: আইএনটিটিইউসি-র নামে তোলাবাজি চলছে! প্রশাসনের দুয়ারে ধরনার হুঁশিয়ারি ঋতব্রতের
আরও পড়ুন: Sonarpur COVID Situation: সোনারপুরে বাজার খুলতেই চেনা ছবি, মাস্ক ঝুলছে কানে, খরিদ্দার দোকানে…
আরও পড়ুন: Extra Marital Affair: রাজমিস্ত্রি বলে কি মন নেই! বালির সেই দুই গৃহবধূর সঙ্গেই ঘর বাঁধতে চান তাঁরা
আরও পড়ুন: Acid Attack: সম্পর্ক থেকে বেরোতে চাওয়ায় ‘শাস্তি’! শিক্ষা দিতে মহিলার মুখে অ্যাসিড ছু়ড়ল যুবক