Sonarpur COVID Situation: সোনারপুরে বাজার খুলতেই চেনা ছবি, মাস্ক ঝুলছে কানে, খরিদ্দার দোকানে…
Sonarpur COVID Situation: গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। মাস্ক ছাড়াই দোকানদারি করায় বেশ কয়েকটি দোকানের সাটার নামিয়ে দেয় পুলিশ।
সোনারপুর: দু’দিন বন্ধ থাকার পর বাজার খুলতেই চেনা ছবি ধরা পড়ল সোনারপুরে। মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বের হচ্ছেন বহু মানুষ। কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসনও। সকাল থেকেই একাধিক বাজারে লাঠি হাতে টহলদারি পুলিশের। মাস্ক ছাড়াই দোকান খোলায়, পুলিশের ধমক খান কয়েকজন ব্যবসায়ী। বেশ কয়েকটি দোকানের সাটার নামিয়ে দেয় পুলিশ।
প্রসঙ্গত, স্বাস্ব্যবিধি মানতে ৬,৭, ১০,১১ জানুয়ারি বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। তারমধ্যে শনিবার বাজার খোলে। কিন্তু বাজার খুলতেই দেখা যায় অসচেতনতার ছবি। অনেকের মুখেই মাস্ক ছিল না। সোনারপুর থানার আইসি সঞ্জীব চট্টোপাধ্যায় রাস্তায় টহল দেন। যাঁরা মাস্ক ছাড়া দোকান চালাচ্ছিলেন, তাঁদের দোকান বন্ধ করে দেন। অসচেতনতার জন্য ৭ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে, শনিবার সকাল হতেই বারুইপুর রাস্তায় রাস্তায় পুলিশ কর্মীদের টহল দিতে দেখা যায়। মাস্ক ছাড়া যাঁরা বেরিয়েছেন, সেই সকল পথচলতি মানুষ, এমনকি পরিবহন কর্মীদেরকেও সতর্ক করে দেওয়া হচ্ছে।
কোভিড কাঁটায় বিপর্যস্ত বাংলা। তাতেও হুঁশ ফিরছে না সাধারণ বাসিন্দাদের একাংশর। সরকারের তরফে বারে বারে প্রচার করা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মাস্ক পরছেন না অনেক। অসচেতন মানুষ। এবার অসচেতন নাগরিকদের ধরপাকড় শুরু করে বারইপুর থানা পুলিশ।
তবে চিকিৎসকরা বলছেন, ওমিক্রনের ক্ষেত্রে উপসর্গ অনেক হালকা। চিকিৎসক বলছেন, “ভাগ্য ভালো আক্রান্তদের বেশিরভাগই ৫-৭ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন। হয়তো হোম আইসোলেশনের যে লম্বা ১৭ দিনের পিরিয়ড, সেটাকেও কমিয়ে আনা হবে। যদি সেটা কমিয়ে আনা হয়, তাহলে ওয়ার্ক টার্নওভার বা অর্থনীতির ক্ষেত্রে অনেকটা উপকারী হবে।”
এক্ষেত্রে উল্লেখ্য, বিশ্বের অনেক দেশই এখন ১৪ দিন বা ২১ দিনের আইসোলেশনের নিয়মে বদল এনেছে। সম্প্রতি আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আমেরিকাবাসীর জন্য আইসোলেশনের নতুন প্রোটোকল চালু করেছে। সেখানে বলা হয়েছে করোনা আক্রান্ত হলে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। সাতদিন পর কাজে যোগ দেওয়া যাবে। সেই পথেই এবার ভারতও হাঁটবে বলে মনে করছেন আধিকারিকরা। এসএসকেএমের চিকিৎসকদের কথাতেও তেমনই ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: ‘এখনও আমার প্রশ্নের কোনও উত্তর দেননি মমতা’, মুখ্যমন্ত্রীকে ফের খোঁচা রাজ্যপালের
আরও পড়ুন: Kolkata Police COVID: কলকাতা পুলিশে জেট গতিতে বাড়ছে সংক্রমণ