Left Front Candidate: বয়স ‘নো ফ্যাক্টর’, সাইকেল চালিয়েই ভোট প্রচারে বছর অশতিপর এই বাম প্রার্থী!

Malbazar: পোড় খাওয়া এই বাম নেতাকে এবার দল শহরের ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছে। এর আগেও তিনি পৌরসভার সদস্য হয়েছেন (২০০৯-২০১৪)।

Left Front Candidate: বয়স 'নো ফ্যাক্টর', সাইকেল চালিয়েই ভোট প্রচারে বছর অশতিপর এই বাম প্রার্থী!
হরেন্দ্রনাথ ঘোষ (সিপিএম প্রার্থী)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2022 | 6:33 PM

মালবাজার: বয়স প্রায় আশির কাছাকাছি। কিন্তু কে বলবে তিনি বৃদ্ধ? এখনও সাবলীল সাইকেলে। তিনি আর কেউ নন। এবারের বাম প্রার্থী। তরুণ তুর্কীদের টেক্কা দিয়ে নিজেই সাইকেল চালিয়ে করছেন দেদার ভোটের প্রচার।

ডুয়ার্সের মাল পুরসভার ১৫টি আসনের জন্য ভোটের মাঠে নেমেছেন ৪৬ জন প্রার্থী। তাঁদের মধ্যে একদিকে যেমন তরুণ রয়েছেন, তেমনই রয়েছেন আশির উপরের বৃদ্ধ। তবে কেউ কাউকে লড়াইয়ের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এই বছর লড়াইয়ে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে নেমেছেন প্রবীণ সিপিএম প্রার্থী হরেন্দ্রনাথ ঘোষ(হারুদা)। বয়েসে প্রবীণ হলেও নিয়মিত প্রচার করে চলছেন।  নিজের কাজের ভরসা বাইসাইকেলে

পোড় খাওয়া এই বাম নেতাকে এবার দল শহরের ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছে। এর আগে তিনি ২০০৯-২০১৪ সালে পুরসভার সদস্য হয়েছেন। ২০১৫ সালেও লড়াইয়ে ছিলেন। কিন্তু হেরে যান। শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই প্রবীণ বাম প্রার্থী এলাকায় একজন সমাজসেবী হিসাবে পরিচিত। বিভিন্ন প্রয়োজনে মানুষের সাহায্যে এগিয়ে আসেন তিনি। লকডাউনে এলাকার বহু মানুষকে নিজে সাহায্য করেছেন। এবার প্রার্থী হয়েই জোরকদমে প্রচারে নেমেছেন। নিজে কর্মীদের নিয়ে কখনো ফ্লেক্স পতাকা লাগাচ্ছেন, আবার বাড়ি-বাড়ি প্রচার করছেন। এরই মাঝে নিজের কাজে কখনো স্টেশন রোডে আবার কখনো এসডিও অফিসে যেতে হচ্ছে। ভরসা কিন্তু সেই সাইকেল। কে বলবে বয়স হয়েছে তাঁর? এত কিছুর পরও বোঝা দায়! বয়সের ভার তাঁকে এতটুকু ঝোঁকাতে পারেনি। যথেষ্ট সাবলীল ভাবেই শহরের সর্বত্র দুপায়া সাইকেলে ঘুরে বেরাচ্ছেন তিনি। এতদিনের মধ্যে একবারও বাইক ব্যবহার করেননি।

এই সিপিএম প্রার্থী হরেন্দ্রনাথ ঘোষ জানালেন, “হ্যাঁ! আমিই সবচেয়ে বয়স্ক তবে কোনও সমস্যা নেই। রোজই মানুষের বাড়ি-বাড়ি যাচ্ছি। মানুষের সাড়া পাচ্ছি। সারা বছর মানুষের পাশে থাকি। আস্থা ও বিশ্বাস আছে জিতব।” ওই একই ওয়ার্ড অর্থাৎ ৮ নম্বর ওয়ার্ডে তাঁর বিরুদ্ধে রয়েছেন তৃণমূল নেত্রী মনিকা সাহা ও বিজেপির শান্তা দাস মণ্ডল।

তবুও বিরোধীদের কাছে কড়া চ্যালেঞ্জ প্রবীণ এই বছরের হারুদা এখনও তৎপর। তবে মানুষ এই প্রবীণের পাশে কতটা থাকে সেইটাই দেখার।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘পুলিশে ভরসা নেই, বাঁশ কেটে তৈরি বিজেপি কর্মীরা’ পুরভোটের আগে দিলীপের নতুন দাওয়াই

আরও পড়ুন: Money recover from car: গাড়ির ডিকি, সিটের নিচে ওইগুলো কী? মাথায় হাত খোদ পুলিশের