AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Enumeration Forms: অ্যাকশনে কমিশন, কিন্তু তাতে কী! ফের ক্যাম্প করেই ফর্ম বিলির অভিযোগ বিএলও-র বিরুদ্ধে

BLO: ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। সুর চড়িয়েছে বিজেপি। বিএলও রুবি বসুনিয়া যদিও এতে কোনও ভুল দেখছেন না। তিনি নিজের অসুস্থতার কথা জানিয়ে বলছেন, “অনেক কাগজপত্র নিয়ে ঘোরা খুবই কষ্টকর।”

Enumeration Forms: অ্যাকশনে কমিশন, কিন্তু তাতে কী! ফের ক্যাম্প করেই ফর্ম বিলির অভিযোগ বিএলও-র বিরুদ্ধে
রাজানৈতিক মহলে চাপানউতোরImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2025 | 11:27 AM
Share

ধূপগুড়ি: নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি না গিয়ে অন্যত্র ফর্ম দেওয়ার অভিযোগে শোকজ করা হয়েছে ৮ বিএলও-কে। কিন্তু তাতে কী! ধূপগুড়িতে ফের নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ। ক্যাম্পে বসেই একাধিক পরিবারের মধ্যে ফর্ম বিতরণের অভিযোগ। সঙ্গে আবার দেখা গেল স্বামী-সহ বেশ কয়েকজনকে। যদিও বিতর্ক দানা বাঁধলেও এতে কোনও ভুল দেখছেন না বিএলও। ভুল দেখছেন না তাঁর স্বামীও। তবে পুরোদমে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 

ঘটনা ধূপগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ১৭৫ নম্বর পার্টের। এখানেই বিএলও রুবি বসুনিয়ার বিরুদ্ধে উঠেছে নিয়ম লঙ্ঘনের অভিযোগ। শনিবার রাতে ধূপগুড়ির কামাতপাড়া এলাকায় এমনই ছবি ধরা পড়ে। দেখা যায় এক ব্যক্তির বাড়ির বাইরে চেয়ার টেবিল নিয়ে বসেছেন বিএলও। সেখান থেকেই বিলি করছেন এনুমারেশন ফর্ম। শুধু তাই নয়, তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্বামীও। রয়েছেন আরও বেশ কয়েকজন। যা কোনওমতেই নির্বাচন কমিশন অনুমোদিত নয়। 

ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। সুর চড়িয়েছে বিজেপি। বিএলও রুবি বসুনিয়া যদিও এতে কোনও ভুল দেখছেন না। তিনি নিজের অসুস্থতার কথা জানিয়ে বলছেন, “অনেক কাগজপত্র নিয়ে ঘোরা খুবই কষ্টকর। কমিশনের নির্দেশ আমি জানি। আমি এক জায়গা থেকে ফর্ম দিইনি। তবে আশপাশের লোকজন ভিড় করায় কাছাকাছি বাড়িগুলির ফর্ম এক জায়গা থেকে দিয়েছি।” তাঁর স্বামী বলছেন, “এলাকাটা অনেক বড়। একজন মহিলার পক্ষে এতগুলি এনুমারেশন ফর্ম নির্দিষ্ট সময়ে দেওয়া খুব কঠিন। তাই শুধু সাহায্য করার জন্যই আমি সঙ্গে ছিলাম।”