AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: ব্লক টাউন সভাপতির পদ থেকে ইস্তফা দাপুটে নেতার, ধূপগুড়িতে প্রকাশ্যে কোন্দল

Dhupguri: ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানিয়ে তিনি অভিযোগ করেন, দলের ভেতরে গোষ্ঠীকোন্দল বেড়েই চলেছে এবং ব্লক সভাপতিকে কোনওরকম গুরুত্ব না দিয়েই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Dhupguri: ব্লক টাউন সভাপতির পদ থেকে ইস্তফা দাপুটে নেতার, ধূপগুড়িতে প্রকাশ্যে কোন্দল
নেতার ইস্তফা Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 23, 2025 | 4:18 PM
Share

ধূপগুড়ি: একুশে জুলাইয়ের শহিদ দিবসের প্রস্তুতির মধ্যেই ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র প্রকাশ্যে এল। দলীয় সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ব্লক টাউন সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন ইভান দাস। ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানিয়ে তিনি অভিযোগ করেন, দলের ভেতরে গোষ্ঠীকোন্দল বেড়েই চলেছে এবং ব্লক সভাপতিকে কোনওরকম গুরুত্ব না দিয়েই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ইভান দাস দাবি করেছেন, জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ধূপগুড়ি পৌর প্রশাসক মন্ডল সদস্য অরূপ দে নিজের মতো করে মিটিং-মিছিল করছেন। তাঁর অভিযোগ, অরূপ দে দলের কিছু লোক নিয়ে পৃথক গোষ্ঠী তৈরি করছেন, যার ফলেই বিগত পুরসভা নির্বাচনে দলের ফলাফল খারাপ হয়েছে। এমনকি, লোকসভা নির্বাচনে ধূপগুড়ি শহরে তৃণমূলের পিছিয়ে পড়ার জন্যও তিনি অরূপ দেকে দায়ী করেন।

ফেসবুক পোস্টে ইভান দাস দাবি করেন, তাঁর ইস্তফাপত্র হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয়েছে দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভানেত্রী মহুয়া গোপের কাছে। যদিও এই পদত্যাগকে গুরুত্ব দিতে নারাজ অরূপ দে। অরূপের মন্তব্য, “ইভান দাস এর আগেও বহুবার পদত্যাগের হুমকি দিয়েছেন, এবারও পদ আঁকড়ে রাখতেই নাটক করছেন।”

এই ঘটনার পর স্বভাবতই অস্বস্তিতে শাসক দল তৃণমূল। প্রকাশ্যে দলের দুই শীর্ষ নেতার দ্বন্দ্বে সরগরম ধূপগুড়ির রাজনৈতিক মহল। গোষ্ঠীকোন্দলের এই ছবিতে আবারও প্রশ্ন উঠছে, একুশে জুলাইয়ের সভার আগে দল কতটা ঐক্যবদ্ধ?

এদিকে, এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। ধূপগুড়ি বিধানসভা কনভেনার চন্দন দত্ত বলেন, “তৃণমূলের এটাই সংস্কৃতি। ক্ষমতা ভোগ করাই ওদের রাজনীতির মূল উদ্দেশ্য।”