AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aam Aadmi Party: ‘কাছের মানুষ বেশি গুরুত্ব পাচ্ছে’, ‘অভিমানে’ পদ্ম ছেড়ে ঝাড়ু হাতে তুলে নিলেন আদি বিজেপি নেতা

Jalpaiguri: বুধবার রাত্রিবেলা এমনই খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আম আদমি পার্টির নব নিযুক্ত জেলা ইনচার্জ নবেন্দু সরকার।

Aam Aadmi Party: 'কাছের মানুষ বেশি গুরুত্ব পাচ্ছে', 'অভিমানে' পদ্ম ছেড়ে ঝাড়ু হাতে তুলে নিলেন আদি বিজেপি নেতা
বিজেপি নেতা আম আদমি পার্টিতে যোগদান করলেন (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: May 26, 2022 | 12:12 PM
Share

জলপাইগুড়ি: পদ্ম শিবিরে ভাঙন। এবার আর তৃণমূল বা সিপিএম-এ যোগদান নয়, পদ্ম পতাকা ছেড়ে হাতে ঝাড়ু তুলে নিলেন আদি বিজেপি নেতা। যার জেরে উত্তরবঙ্গে গঠিত হল আম আদমি পার্টির জলপাইগুড়ি জেলা কমিটি। ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আম আদমি পার্টির জলপাইগুড়ি জেলা কমিটি গঠন হল। মোট ১৫ জনের এই কমিটি গঠন হয়েছে।

বুধবার রাত্রিবেলা এমনই খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আম আদমি পার্টির নব নিযুক্ত জেলা ইনচার্জ নবেন্দু সরকার। এতদিন পর্যন্ত তিনি বিজেপি কিসাণ মোর্চার প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। নবেন্দু সরকার ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত জলপাইগুড়ি জেলায় বিজেপি কিসাণ মোর্চার জেলা সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে রাজগঞ্জে ও গজলডোবায় জমি আন্দোলন সংগঠিত হয়েছিল।

নবেন্দুবাবু বলেন, সম্প্রতি দলের যা অবস্থা তাতে তৃণমূলের সঙ্গে এই দলকে আর আলাদা করা যাচ্ছিল না। গত বিধানসভা নির্বাচনের সময় থেকে বাপী গোস্বামীর নেতৃত্বে থাকা বিজেপির অবক্ষয় শুরু হয়েছে। এখানে কাজের বদলে কাছের মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। ফলে এই দলে আর থাকা সম্ভব হচ্ছিল না। এরপরই আম আদমি পার্টির সঙ্গে যোগাযোগ হয়। তারপর সিদ্ধান্ত বদল। সেই সিদ্ধান্তের ফল গতকাল রাত্রের ভার্চুয়াল মিটিং।

জানা গিয়েছে, দিল্লি থেকে এই কমিটি তৈরি করে পাঠানো হয়েছে। এই বিষয়ে নবেন্দু বাবু বলেন, ‘আম আদমি পার্টির জেলা ইনচার্জ আমাকে করা হয়েছে। এছাড়া জেলা সম্পাদক করা হয়েছে উত্তম দাসকে। যুগ্ম সম্পাদক করা হয়েছে জয়ন্ত দাসকে। পাশাপাশি ১৪ জনের ওই কমিটিতে শহরের বয়স্ক নাগরিক হিসেবে আছেন জ্যোতিপ্রসাদ রায়, আর নিতু জৈন সহ আরও বেশ কয়েক জন। এই প্রথম জলপাইগুড়ি জেলাতে আম আদমি পার্টির জেলা কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে মিস কলের মাধ্যমে জলপাইগুড়ি জেলার সদস্য সংগ্রহর কাজ শুরু হয়েছে পার্টি। এই কমিটির মাধ্যমেই দলকে আরও বড় করা ছাড়া আগামীতে জনস্বার্থে উন্নয়ন মূলক যাতে আদায় করা যায় সেই দিকেই পদক্ষেপ করা হবে।’