Jalpaiguri: দীর্ঘদিন ধরে ব্যাঙ্কে তালা, পুজোর মুখে তুলতে পারছেন না লক্ষ্মীর ভান্ডার-বৃদ্ধ ভাতার টাকা, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা
Jalpaiguri: অভিযোগ, পূর্ব দুরামারিতে অবস্থিত পল্লিমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বহু স্থানীয় মানুষ ফিক্সড ডিপোজিট করেছেন, কারও রয়েছে সেভিংস অ্যাকাউন্ট। অভিযোগ, ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হলেও সমবায় ব্যাঙ্ক সেই টাকা দিচ্ছে না।

জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরে বন্ধ সমবায় ব্যাঙ্ক। পুজোর মুখে ব্যাঙ্কে আটকে গ্রাহকদের টাকা। লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধ ভাতার টাকা আটকে, বলে দাবি গ্রাহকদের। সমস্যায় ধূপগুড়ির শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুরামারি এলাকার বহু গ্রাহক। এবার ব্যাঙ্ক খোলার দাবিতে গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।
অভিযোগ, পূর্ব দুরামারিতে অবস্থিত পল্লিমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বহু স্থানীয় মানুষ ফিক্সড ডিপোজিট করেছেন, কারও রয়েছে সেভিংস অ্যাকাউন্ট। অভিযোগ, ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হলেও সমবায় ব্যাঙ্ক সেই টাকা দিচ্ছে না। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধভাতার অনুদান প্রতিমাসে জমা পড়লেও গ্রাহকরা তা তুলতে পারছেন না।
এদিন সকাল থেকে গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ গ্রাহকরা। তাঁদের দাবি, ব্যাঙ্কে জমা থাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা সহ বিভিন্ন জমানো টাকা দ্রুত ফেরত দিতে হবে।
স্থানীয় বাসিন্দা বলেন, “এই সমবায় সমিতিতে একাধিক অনিয়ম রয়েছে। ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হলেও টাকা মিলছে না, সেভিংস অ্যাকাউন্ট ও প্রাত্যহিক কালেকশনেরও কোনও হিসেব নেই। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রাহকদের টাকা ফেরানোর ব্যবস্থা করুক।” আরেক গ্রাহক অভিযোগ করেন, “আমাদের সরকারি প্রকল্পের থেকে পাওয়া টাকাগুলোও এই অ্যাকাউন্টে ঢোকে। কিন্তু দিনের পর দিন টাকাই তুলতে পারছি না। পুজোর সময়ে সকলেরই টাকার প্রয়োজন হয়। কার সঙ্গে যোগাযোগ করব, সেটাও আমরা কেউ বুঝতে পারছি না।” যদিও এই নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
