Jalpaiguri: বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, চাঞ্চল্য মেটেলিতে

Jalpaiguri: এলাকাবাসীর দাবি, রাত থেকেই বাবা ছেলের মধ্যে ঝগড়া চলছিল। সকালেও ঝগড়া চলছিল। দুপুরে আড়াইটা নাগাদ প্রতিবেশী এক ব্যক্তি দেখতে পান বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সোহরাই।

Jalpaiguri: বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, চাঞ্চল্য মেটেলিতে
বাবাকে খুনের অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 8:34 PM

জলপাইগুড়ি:  ছেলের হাতে বাবা খুন! পারিবারিক বিবাদের জেরে বাবাকে জ্বালানি কাঠ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটে মেটলি থানার মঙ্গলাবাড়ি বস্তিতে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছেলে সুকু ওঁরাও (৩৪) কে । মৃতের নাম সোহরাই ওঁরাও (৫৪), তিনি মঙ্গলাবরি বস্তির বাসিন্দা।

এলাকাবাসীর দাবি, রাত থেকেই বাবা ছেলের মধ্যে ঝগড়া চলছিল। সকালেও ঝগড়া চলছিল। দুপুরে আড়াইটা নাগাদ প্রতিবেশী এক ব্যক্তি দেখতে পান বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সোহরাই। এটা দেখা মাত্রই এলাকাবাসীর খবর দেয় মেটলি থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ কর্মীরা।

মৃত ব্যক্তির পরিবারে পুত্র পুত্রবধূ দুই সন্তান ও তার স্ত্রী রয়েছে। কী নিয়ে বিবাদতা এখনও পরিষ্কার জানতে পারেনি পুলিশ। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতাল।

এলাকার পঞ্চায়েত সদস্য স্বপ্না ওঁরাও বলেন,  সকাল থেকেই বাবা ও ছেলের মধ্যে গন্ডগোল চলছিল। দুপুরবেলা প্রতিবেশী দেখতে পান বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় করে রয়েছেন বাবা। আমাকে খবর দেন তাঁরা, আমি পুলিশকে খবর দিলে দেহ উদ্ধার করে নিয়ে যায়।”