False Promise: সহবাসের পর বিয়েতে নিমরাজি প্রেমিক, প্রেমিকা বিষ খেতেই বাড়িতে চড়াও গ্রামবাসীরা
পরিবারের দাবি মৃত্যুর আগে পিয়ালী জানিয়েছেন, তাঁর সঙ্গে বনগাঁ গান্ধীপল্লীর বাসিন্দা সায়ক সাহার প্রেমের সম্পর্ক ছিল। সায়ক বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার পিয়ালীর সঙ্গে সহবাস করে বলে অভিযোগ। লুকিয়ে মালাবদলও হয়েছিল তাঁদের। অভিযোগ, সম্প্রতি পিয়ালীকে বিয়ে করতে অস্বীকার করে সায়ক। পিয়ালী সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করে।
বনগাঁ: এক যুবকের সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ দিন ধরেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক একাধিক বার সহবাস করেছিলেন বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি বিয়ে করতে বেঁকে বসেন ওই যুবক। তার পরই ওই যুবতী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর মৃত্যু হয়। এর পরই প্রেমিকের বাড়িতে গিয়ে চড়াও হলেন প্রেমিকার গ্রামের বাসিন্দারা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। ঘটনা নিয়ে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রেমিকার পরিবারের লোকেরা।
২০ ফেব্রুয়ারি বনগাঁর কালুপুরের বাসিন্দা হীরালাল সরকারের মেয়ে পিয়ালী সরকার বিষ পান করে আত্মহত্যা চেষ্টা করেন। তখন তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ স্থানান্তর করা হয় । ২ মার্চ পিয়ালীর মৃত্যু হয় কলকাতাতে। পরিবারের দাবি মৃত্যুর আগে পিয়ালী জানিয়েছেন, তাঁর সঙ্গে বনগাঁ গান্ধীপল্লীর বাসিন্দা সায়ক সাহার প্রেমের সম্পর্ক ছিল। সায়ক বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার পিয়ালীর সঙ্গে সহবাস করে বলে অভিযোগ। লুকিয়ে মালাবদলও হয়েছিল তাঁদের। অভিযোগ, সম্প্রতি পিয়ালীকে বিয়ে করতে অস্বীকার করে সায়ক। পিয়ালী সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করে।
রবিবার পিয়ালীর এলাকার স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে বনগাঁ গান্ধীপল্লী এলাকায় এসে সায়কে বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালায় সায়কের বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। উদ্ধার করা হয় সায়কের বাবাকে। পিয়ালীর পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।