Malda: এতদিন ধরে লিচু বাগানের ভিতরে চলছিল এইসব কারবার? কেউ টেরটুকুও পাননি
Malda: ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। সেখানে কালিয়াচকের বালুগ্রাম থোকটুলি গ্রামে লিচু বাগানের মধ্যে মাদক তৈরির কাজ চলছিল। কালিয়াচকের মোজামপুরের সোফি সেখ সহ ৭ জন মাদক তৈরি করছিল।

মালদহ: লিচু বাগানের মধ্যে ছিল কারখানা। অনেকদিন ধরেই ছিল সেটি। অতটা মাথাও ঘামাননি এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই এই লিচু বাগানটি লোকের নজরে পড়েছে। কিন্তু শনিবার পুলিশ আসতেই সাধারণ মানুষের মনের ভিতর তৈরি হল বিস্তর প্রশ্ন। এবার সেই কারখানায় হানা দিতেই মাথায় হাত পুলিশের। লিচু বাগানের মধ্যেই কি না রমরমিয়ে চলছিল মাদক কারখানা? উদ্ধার প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার।
ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। সেখানে কালিয়াচকের বালুগ্রাম থোকটুলি গ্রামে লিচু বাগানের মধ্যে মাদক তৈরির কাজ চলছিল। কালিয়াচকের মোজামপুরের সোফি সেখ সহ ৭ জন মাদক তৈরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। পালায় মাদক কারবারিরা।
পুলিশ এলাকা থেকে উদ্ধার করে প্রায় ৫ কেজি ৬৮৪ গ্রাম ব্রাউন সুগার। এছাড়া ৫ কেজি ৪৫ গ্রাম সোডিয়াম কার্বোনেট। প্রচুর বাসনপত্র, একটা মোবাইল ফোন। কালিয়াচকের মোজামপুর অস্ত্র কারবার আর মাদক কারবারের ঘাঁটি হয়ে উঠছে বলে দাবি পুলিশের। এখন মাদক কারখানাও হয়েছে অনেক। নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। মাদক কারখানার খোঁজে অভিযান চালিয়েছে কলকাতা এসটিএফও।





