Malda: সাতসকালে বেপরোয়া চার চাকা পিষে দিল ২ তরতাজা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে
Road Accident in Malda: মৃত ২ জন সামসী এগ্রিল হাইস্কুলের ছাত্র। বুধবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। দুই বন্ধু বাইকে চেপে রতুয়া হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। সামসী মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাস্তার উপর পড়ে গিয়ে মৃত্যু হয় দুই ছাত্রের।

মালদহ: মর্মান্তিক। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা দিতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহান। দু’জনেরই বাড়ি মালদহের পুখুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, মৃত ২ জন সামসী এগ্রিল হাইস্কুলের ছাত্র। বুধবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। দুই বন্ধু বাইকে চেপে রতুয়া হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। সামসী মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাস্তার উপর পড়ে গিয়ে মৃত্যু হয় দুই ছাত্রের। এই দুর্ঘটনার জেরে রতুয়া সামসী রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে সামসী ফাঁড়ির পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সামসী গ্রামীণ হাসপাতালে।
দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে আসেন সামসী এগ্রিল হাইস্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে। মৃত দুই ছাত্রের দেহ সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের দেখার জন্য মানুষের ঢল নামে। তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটা সেলুনের দোকান চালান। রেহানের বাবা পেশায় কৃষক। দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সামসী এগ্রিল হাইস্কুল-সহ শ্রীপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় পড়ে যায় দুই কিশোরী। তাদের মাথা কার্যত চৌচির হয়ে যায়। দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানটি রাস্তায় ফেলে রেখে পালান চালক। ঘাতক গাড়িটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। চালকের খোঁজ চলছে।
