Malda: মালদহে মহিলা নিগ্রহের ঘটনায় ধৃত ৫ জনের পুলিশ হেফাজত

| Edited By: | Updated on: Jul 23, 2023 | 11:52 PM

Malda: উল্লেখ্য, গত ১৮ জুলাই মালদহতে দুই মহিলাকে ভরা রাস্তায় বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে এলাকাবাসীর বিরুদ্ধে। ২১ জুলাই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয় (সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা)।

Malda: মালদহে মহিলা নিগ্রহের ঘটনায় ধৃত ৫ জনের পুলিশ হেফাজত
উত্তপ্ত মালদহImage Credit source: Tv9 Bangla

মালদহর বামোনগোলা থানার পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। বিষয়টিকে ইস্যু করে রবিবার পথে নেমেছে বিজেপি। বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে এসপি অফিসের সামনে বিক্ষোভে সামিল বিজেপি নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গত ১৮ জুলাই মালদহতে দুই মহিলাকে ভরা রাস্তায় বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে এলাকাবাসীর বিরুদ্ধে। ২১ জুলাই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয় (সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা)। প্রাথমিক ভাবে উঠে আসে, ওই দুই মহিলাকে পকেট মার সন্দেহ করে নিগ্রহ করে ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিভিক ভলান্টিয়াররা। কিন্তু, তারা শান্ত করতে পারেনি উত্তেজিত জনতাকে। কিল, চড়ের পাশাপাশি জুতো খুলেও মারতে দেখা যায় বহু মহিলাকে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Jul 2023 07:03 PM (IST)

    মালদহে মহিলা নিগ্রহের ঘটনায় ধৃত ৫ জনের পুলিশ হেফাজত

    মালদহে মহিলা নিগ্রহের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃত ৫ জনকেই ৫ দিনের পুলিশ হেফাজত দিল আদালত।

  • 23 Jul 2023 01:15 PM (IST)

    মালদহর প্রতিবাদ বাঁকুড়াতেও

    বাঁকুড়া জেলার বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি। আজ এই ইস্যুতে মিছিল করে বাঁকুড়া সদর থানার সামনে যান বিজেপি কর্মীরা। সেখানে বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানার নেতৃত্বে সদর থানার মূলগেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।

  • 23 Jul 2023 01:10 PM (IST)

    লাগাতার বিক্ষোভে অসুস্থ ২ মহিলা কর্মী

    শনিবার দুপুর ২টো থেকে শুরু হয়েছে বিক্ষোভ। এখনও অবধি চলছে। এর মধ্যে ২ জন বিজেপি মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

  • 23 Jul 2023 01:05 PM (IST)

    খগেন মুর্মুর নেতৃত্বে বিক্ষোভ

    রবিবার পুলিশ সুপারের অফিসের সামনে ধরনায় বসেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিজেপির অন্যান্য নেতা কর্মীরাও ধরনায় বসেন এ দিন। তাঁদের অভিযোগ, সাতবার ফোন করার পরও পুলিশ সুপার ফোন ধরেননি।

Published On - Jul 23,2023 1:01 PM

Follow Us: