Mamata Banerjee on durga puja carnival: কার্নিভাল ছেড়ে উত্তরবঙ্গে গেলে আরও বিপদ হত? ব্যাখ্যা দিলেন মমতা
Durga puja carnival 2025: আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুজো বাংলার ঐতিহ্য। এই কার্নিভালের জন্য অনেক ক্লাবই অপেক্ষা করে থাকেন। পাশাপাশি দেশ-বিদেশের নামি-দামী অনেক অতিথি আসেন। মমতা বলেন, "একটা দুর্ঘটনা ঘটে গেলে ৪৮ ঘণ্টা সময় দিতে হয় উদ্ধারের জন্য। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল হল?"

আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুজো বাংলার ঐতিহ্য। এই কার্নিভালের জন্য অনেক ক্লাবই অপেক্ষা করে থাকেন। পাশাপাশি দেশ-বিদেশের নামি-দামী অনেক অতিথি আসেন। মমতা বলেন, “একটা দুর্ঘটনা ঘটে গেলে ৪৮ ঘণ্টা সময় দিতে হয় উদ্ধারের জন্য। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল হল? আরে এটা বাংলার গর্ব। এত ক্লাব আশা করে বসে আছে, তাদের কোনও মূল্য নেই? ফরেন টুরিস্ট ছিল ক্যান্সেল সম্ভব? তাছাড়া সেদিন এসে কী করতাম? আমাদের বা ভিআইপি দেখতে গিয়ে রেসকিউ হত না? পুলিশ কাকে সামলাবে? বিপদের সময় তো মানুষের পাশে দাঁড়ানোই তো কাজ। নাকি শুধু ভিআইপিদের ট্রিটমেন্ট দেবে?”
মুখ্যমন্ত্রী এদিন এও বলেছেন, প্রচুর বৃষ্টির জন্য পাহাড়ে রাস্তা ভেঙে গিয়েছে। নতুন করে আবার PWD রাস্তা তৈরির কাজ শুরু করেছে। এবার যদি ঘনঘন গাড়ি নিয়ে লোকজন যাতায়াত করেন তাহলে রাস্তা তো বটেই পাহাড়ের উপর চাপ তৈরি হয়। তিনি বলেন, “ভিআইপির নাম করে ৩০টা গাড়ি ৪০ টা গাড়ি নিয়ে ঢুকছে। আমি তিনটে গাড়ি নিয়ে যাই…একটা সামনে থাকে, আমি মাঝে থাকি আর একটা পিছনে থাকি। একে রাস্তা খারাপ। তারপর যদি ৪০ টা গাড়ি নিয়ে ঢুকি তাহলে কি পাহাড়ে প্রেশার পড়ে না? আমি তাই স্ট্রিকলি বলেছি, আমাদের কেউ গেলে ৩টের বেশি গাড়ি নিয়ে যাবে না।”
