AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Delivery Fraud: অনলাইনের প্রোডাক্ট ডেলিভারি করার আগেই হাপিস! গাড়ি থামিয়ে দু’জনকে ধরতেই সব পর্দাফাঁস

Murshidabad Online Delivery: ধৃতদের জেরা করে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ জানিয়েছে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। নেপথ্যে কাজ করছিল একটা চক্র। অভিযোগ, এই চক্রই অনলাইন ডেলিভারিতে আসা প্রডোক্টগুলি ইচ্ছাকৃতভাবে ডেলিভারি না করে সেগুলি থার্ড পার্টিকে বিক্রি করে দেয়।

Online Delivery Fraud: অনলাইনের প্রোডাক্ট ডেলিভারি করার আগেই হাপিস! গাড়ি থামিয়ে দু’জনকে ধরতেই সব পর্দাফাঁস
পুলিশের হাতে গ্রেফতার ২ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 16, 2025 | 6:48 PM
Share

মুর্শিদাবাদ: আপনি অনলাইনে কিছু অর্ডার করছেন, কিন্তু তা আর আপনার কাছে আসছে না। চলে যাচ্ছে পাচারকারীদের হাতে। তারপর তা অন্যত্র বিক্রি! শুনতে অবাক লাগলেও এমনই ঘটেছে মুর্শিদাবাদে। শেষ পর্যন্ত পুলিশি তদন্তেই সবকিছুর পর্দাফাঁস। সোমবার রাতে মুর্শিদাবাদের নওদায় সানাই পাটিকা বাজডি এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময়ই নদিয়া থেকে মুর্শিদাবাদগামী ইকো একটি গাড়ি আসছিল। সেই সময়ই গাড়িটিকে আটকে তল্লাশি শুরু করে পুলিশ। 

পুলিশ দেখতে পায় গাড়ির ভিতর প্যাকিং করা বিভিন্ন প্যাকেট রয়েছে। কিন্তু, প্যাকেট থাকলেও সেই সংক্রান্ত কোনও নথি দেখাতে পারেনি গাড়িতে থাকা ব্যক্তিরা। তারপরই এই প্যাকেটগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। ধৃত দু’জনের মধ্যে একজন রাশিদুল বিশ্বাস। বাড়ি ডোমকল থানার কুশাবারি সর্দারপাড়া এলাকায়। অন্য জন সালমান মণ্ডল। বাড়ি বেলডাঙ্গা থানার মুরালপুর এলাকায়।

ধৃতদের জেরা করে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ জানিয়েছে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। নেপথ্যে কাজ করছিল একটা চক্র। অভিযোগ, এই চক্রই অনলাইন ডেলিভারিতে আসা প্রডোক্টগুলি ইচ্ছাকৃতভাবে ডেলিভারি না করে সেগুলি থার্ড পার্টিকে বিক্রি করে দেয়। তারপর সেখান থেকে আবার চলে পাচারের কাজ। এদিনই ধৃতদের বহরমপুরে আদালতে তোলে নওদা থানার পুলিশ। পুলিশ মনে করছে এর পিছনে আরও একাধিক ব্যক্তির হাত রয়েছে। পুরোদমে তাঁদেরও খোঁজ চালানো হচ্ছে।