Murshidabad: স্কুলে থেকে ফিরেই নিখোঁজ, রাত পোহাতেই পুকুর পাড়ে গিয়ে সুরজিতের অবস্থা দেখে হাঁ বাড়ির সদস্যরা
Murshidabad: পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সবই ঠিক ছিল। মঙ্গলবার বিকালে স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল শিশুটি। কিন্তু, সন্ধ্যা হয়ে গেলেও আর ফিরে আসেনি। তাতেই চিন্তা বাড়ে পরিবারের লোকজন। এলাকায় খোঁজ খবরও শুরু হয়। কিন্তু, কোথাও দেখা মেলেনি ছেলেটির।
লালগোলা: একদিন আগে থেকেই মিলছিল না খোঁজ। উদ্বেগ বাড়ছিল পরিবারে। খবর গিয়েছিল পুলিশে। কিন্তু, কিছুতেই দেখা মিলছিল না ১১ বছরের শিশুটির। অবশেষে বাড়ির পাশ থেকে উদ্ধার হল দেহ। তাতেই ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের লালগোলা থানার সাগিয়া জগৎন্নাথপুর এলাকায়। মৃত শিশুটির নাম সুরজিৎ দাস। এদিন সকাল ৬টা নাগাদ বাড়ির পাশের পুকুর পাড়ের জঙ্গল থেকে শিশুটির দেহ উদ্ধার হয়।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সবই ঠিক ছিল। মঙ্গলবার বিকালে স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল শিশুটি। কিন্তু, সন্ধ্যা হয়ে গেলেও আর ফিরে আসেনি। তাতেই চিন্তা বাড়ে পরিবারের লোকজন। এলাকায় খোঁজ খবরও শুরু হয়। কিন্তু, কোথাও দেখা মেলেনি ছেলেটির। এরইমধ্যে এদিন সকালে বাড়ির পাশে জঙ্গল থেকে শিশুটির নিথর দেহ দেখতে পান এলাকার লোকজন। বাড়ির সদস্যরা গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে।
পরিবারের দাবি, সুরজিতের শরীরের প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। আগুন ছ্যাঁকাও দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, কেউ বা কারা তাঁকে অত্যাচার করে খুন করেছে। এদিকে খবর চাউর হতেই এলাকায় উত্তেজনাও ছড়াও। খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। ইতিমধ্যেই পরিবারের থেকে দেহ নিয়ে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে তবেই গোটা ঘটনা অনেকটাই পরিষ্কার হবে বলে মনে করছেন তদন্তকারীরা। বাড়ির লোকজনের পাশাপাশি এলাকার লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে লালগোলা থানার পুলিশ।