AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School: শিক্ষক দিবসের অনুষ্ঠানে রক্তাক্ত মুর্শিদাবাদ, টুয়েলভের ছাত্ররা পেটাল এইটের পড়ুয়াদের

Murshidabad: এই ঘটনায় অন্তত চারজন অষ্টম শ্রেণির ছাত্র আহত হয়েছে। তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে তৌফিক সরকার নামে এক ছাত্রের চোখে গুরুতর আঘাত লাগে।

School: শিক্ষক দিবসের অনুষ্ঠানে রক্তাক্ত মুর্শিদাবাদ, টুয়েলভের ছাত্ররা পেটাল এইটের পড়ুয়াদের
মুর্শিদাবাদে গণ্ডগোলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 06, 2025 | 9:23 PM
Share

মুর্শিদাবাদ: শুক্রবার ছিল শিক্ষক দিবসের অনুষ্ঠান। গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদেও পালিত হচ্ছিল অনুষ্ঠান। তবে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত লালনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠান চলাকালীন আনন্দঘন পরিবেশ রক্তাক্ত হয়ে উঠল। শনিবার দুপুরে স্কুলের প্রাঙ্গণেই দ্বাদশ শ্রেণির কিছু ছাত্রের হাতে মার খেতে হয় অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রকে।

এই ঘটনায় অন্তত চারজন অষ্টম শ্রেণির ছাত্র আহত হয়েছে। তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে তৌফিক সরকার নামে এক ছাত্রের চোখে গুরুতর আঘাত লাগে। তাকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগ, আহত ছাত্ররা যখন ঘটনাটি প্রধান শিক্ষককে জানাতে যায়, তখন তিনি সাহায্য করার পরিবর্তে উল্টে বকাবকি করেন। আহত তৌফিক সরকারের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ উঠেছে। শিক্ষক দিবসের মতো এক বিশেষ দিনে স্কুল প্রাঙ্গণে এই ধরনের রক্তাক্ত ঘটনা ঘটায় অভিভাবক মহলে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। এ প্রসঙ্গে

তৌফিক সরকার বলেন, “আমাদের এখানে শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল। এবার ক্লাস টেনের ছাত্রদের সঙ্গে কোনও একটা বিষয়টি নিয়ে ঝামেলা হয় ক্লাস টুয়েলভের ছাত্রদের। আমি সেটাই দেখতে গিয়েছিলাম কী নিয়ে ঝামেলা। তখন আমায়ও বেধড়ক মারল। প্রধান শিক্ষককে বললাম, তিনি শুনলেনই না কিছু।”