Calcutta High Court: ‘অর্থ না বরাদ্দ করে সরাসরি গৃহহীনদের বাড়ি বানিয়ে দিন’, মুর্শিদাবাদ মামলায় বলছে হাইকোর্ট
Murshidabad case: মুর্শিদাবাদের জেলাশাসককেও রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ দিনের মধ্যে ক্ষতিপূরণের কোনও অভিযোগ থাকলে মামলাকারীরা জানাবেন জেলাশাসককে। মামলাকারীদের অভিযোগের তালিকা ক্ষতিয়ে দেখবেন ডিএম। মামলার পরবর্তী শুনানি ২০ নভেম্বর।

মুর্শিদাবাদ: মাস কয়েক আগেই ব্যাপক সংঘর্ষের ছবি দেখা গিয়েছিল মুর্শিদাবাদে। যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর হয়। শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতির আঙিনাতেও। জল গড়ায় আদালতে। সেই মামলাতেই কতজন আক্রান্ত কত ক্ষতিপূরণ পেলেন তার তালিকা চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যের কাছে তালিকা তলব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ।
একইসঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসককেও রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ দিনের মধ্যে ক্ষতিপূরণের কোনও অভিযোগ থাকলে মামলাকারীরা জানাবেন জেলাশাসককে। মামলাকারীদের অভিযোগের তালিকা ক্ষতিয়ে দেখবেন ডিএম। ক্ষতিপূরণ কারা পেলেন না তাদের নিয়ে রিপোর্ট দেবেন ডিএম। রাজ্য রিপোর্ট দিয়ে জানাবে ক্ষতিপূরণ ও উদ্ধারকাজের বিষয়ে। দেওয়া হয়েছে এমন নির্দেশ।
এলাকায় বাড়ি-ঘরের কী অবস্থা তাও এদিন চানতে চাওয়া হয় কোর্টের তরফে। রাজ্য যদিও জানায় মোট ৩.৩৯ কোটি টাকার ক্ষতিপূরণে দেওয়া হয়েছে। ২৮৩ পরিবার পেয়েছে এই ক্ষতিপূরণ। ক্ষতিগ্রস্ত বাড়ি পিছু ১.২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ১১৯ ঘর-বাড়ি নষ্টের ঘটনা ঘটেছে। এই তথ্য তুলে ধরা হয়েছে রাজ্যের তরফে। তবে পুরো টাকা ব্যবহার হয়েছে কিনা তা জানতে চান প্রধান বিচারপতি সৌমেন সেন। এরপরই তাঁর পর্যবেক্ষণ, কিছু বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। রাজ্যের ভ্যালুয়ার আছে? বাড়ির জন্য অর্থ না বরাদ্দ করে সরাসরি গৃহহীনদের বাড়ি বানিয়ে দিন। রাজ্যের ওয়েবসাইট থাকলে যে কেউ চাইলে সেখানে অভিযোগ জানাতে পারবেন। তারপর তা খতিয়ে দেখে তার ভিত্তিতে জেলাশাসক রিপোর্ট দেবেন। এ কথাও বলা হয়েছে হাইকোর্টের তরফে। মামলার পরবর্তী শুনানি ২০ নভেম্বর।
