Bangladesh: মধ্যরাতে ফাঁকা রাস্তায় অদ্ভুতভাবে হাঁটাচলা দেখেই সন্দেহ, পুলিশ ধরতেই সামনে এল আসল পরিচয়
Murshidabad: যদিও, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরে। কারণ, সোমবারই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA)। এনআইএ সূত্রে খবর,গত বছর ২০২৩ সালে আমেদাবাদে এটিএস তদন্তে নামে। সেই সময় ছ'জনকে গ্রেফতার করে এটিএস (STS)।
রানিনগর: রাত তখন গভীর। নিঃশব্দে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। এত রাতে রাস্তায় কী করছেন? এই সন্দেহে পুলিশ কাছে যেতেই খোলসা হল সবটা। অভিযোগ, ওই ব্যক্তি বাংলাদেশি। বৈধ নথি-পত্র ছাড়াই ছাড়াই তাঁরা প্রবেশ করেছিলেন ভারতে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত।
যদিও, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরে। কারণ, সোমবারই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA)। এনআইএ সূত্রে খবর,গত বছর ২০২৩ সালে আমেদাবাদে এটিএস তদন্তে নামে। সেই সময় ছ’জনকে গ্রেফতার করে এটিএস (STS)। তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। ভুয়ো ভারতীয় নথিপত্র ব্যবহার করে থাকছিল এই দেশে বলে অভিযোগ। এদের জেরা করেই এটিএসের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের বৈধ পাসপোর্ট নিয়ে বা পাসপোর্ট ছাড়া ঢুকেছিল ভারতে। এদের সঙ্গে যোগ ছিল কট্টরপন্থী সংগঠনের।
এই ঘটনার পর রানিনগর থেকে ফের বাংলাদেশি গ্রেফতার হওয়ায় বেড়েছে উদ্বেগ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজু শেখ (৪২)। বাংলাদেশের কুস্তিয়া এলাকায় বাড়ি। তবে নথিপত্র ছাড়া সে কীভাবে প্রবেশ করল এখানে তা নিয়ে ধন্দে পুলিশ।