AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Councilor Surrender: শ্রমিককে খুনের অভিযোগ, আদালতে এসে আত্মসমর্পণ তৃণমূল কাউন্সিলরের

জানা গিয়েছে, প্রায় বছর চারেক আগে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিটে রাজমিস্ত্রি শ্রমিক সাদিকুল শেখ ওরফে গাব্বারের মৃত্যু হয়। তাঁর বাড়ি জঙ্গিপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছোটোকালিয়া গ্রামে। মৃতের স্ত্রী সেলিনা বিবি অভিযুক্ত ফিরোজ শেখ, তাঁর বাবা ভাই সহ বেশ কয়েকজনের নামে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

TMC Councilor Surrender: শ্রমিককে খুনের অভিযোগ, আদালতে এসে আত্মসমর্পণ তৃণমূল কাউন্সিলরের
ফিরোজ শেখImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 24, 2025 | 2:02 PM
Share

জঙ্গিপুর: এক নির্মাণ শ্রমিককে খুনের অভিযোগ উঠেছিল। এবার সেই মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন জঙ্গিপুর পুরসভার কাউন্সিলর ফিরোজ শেখের। জেল হেফাজতের নির্দেশ দিল কোর্ট। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফিরোজ শেখ জঙ্গিপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে ফিরোজ ও তাঁর বাবা রাকিম শেখ কোর্টে সমর্পণ করেছেন বলেই জানা গিয়েছে। আদালত আগামী ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, প্রায় বছর চারেক আগে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিটে রাজমিস্ত্রি শ্রমিক সাদিকুল শেখ ওরফে গাব্বারের মৃত্যু হয়। তাঁর বাড়ি জঙ্গিপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছোটোকালিয়া গ্রামে। মৃতের স্ত্রী সেলিনা বিবি অভিযুক্ত ফিরোজ শেখ, তাঁর বাবা ভাই সহ বেশ কয়েকজনের নামে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মুর্শেদ সহ অন্য এক অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।

বর্তমানে অভিযুক্তরা জামিনে মুক্ত রয়েছেন। তবে, মূল অভিযুক্ত ফিরোজ সহ অন্যরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। বেশ কয়েকমাস আত্মগোপন করে থাকার পর জনসম্মুখে দেখা যায় ফিরোজকে। গত পুরসভার নির্বাচনে শাসকদলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় ফিরোজ।

সম্প্রতি, চার বছর আগের খুনের কেসে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তারপর একাধিক বার রাতে তার বাড়িতে হানা দেয় পুলিশ। অবশেষে সোমবার আদালতে আত্মসমর্পণ করেন তৃণমূল কাউন্সিলর ফিরোজ শেখ।