TMC-CPM: মিশে গেল লাল-সুবজ, জোট বাধল সিপিএম-তৃণমূল
CPM-TMC: মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের চাড়ালপাড়া ভট্টবাটি সমবায় সমিতি। সেই পরিচালনা সমিতির মেয়াদ শেষ হয়েছে অক্টোবর মাসে। এরপর নির্বাচন পরিস্থিতি তৈরি হয় এই সমবায় সমিতিতে। নয় সদস্যের মধ্যে ছয় সদস্য তৃণমূলের তিন সদস্য বামফ্রন্টের।
মুর্শিদাবাদ: লোকসভা নির্বাচনের সময় ইন্ডিয়া জোটে তৃণমূল-সিপিএম থাকলেও, বাংলায় বরাবরই দুই দল একে অন্যকে একে অপরের বিরুদ্ধে লড়েছে। তবে রাজ্যস্তরের তাবড়-তাবড় নেতাকে একে অপরকে কড়া ভাষায় দুষলেও নিম্নস্তরের রাজনীতি কিন্তু অন্য কথা বলছে। কারণ এবার জোট হল তৃণমূল আর বামেদের। শুধু তাই নয়,তৃণমূল বামের জোট সমঝোতায় গঠন হলো সমবায় সমিতি জেনারেল বোর্ড।
মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের চাড়ালপাড়া ভট্টবাটি সমবায় সমিতি। সেই পরিচালনা সমিতির মেয়াদ শেষ হয়েছে অক্টোবর মাসে। এরপর নির্বাচন পরিস্থিতি তৈরি হয় এই সমবায় সমিতিতে। নয় সদস্যের মধ্যে ছয় সদস্য তৃণমূলের তিন সদস্য বামফ্রন্টের। নির্বাচনের পরিস্থিতি হলে চারটি আসনের দাবি করা হলে তৃণমূল বামেদেরকে তিনটি আসন ছাড়ে। ছ’টি আসন তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। নিজেদের মধ্যে সমঝোতা হওয়ার কারণে আর প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন হয়নি। পরিচালন সমিতির সভাপতি হয় তৃণমূলের আন্নাত হক। ওই পরিচালন সমিতি ৩ সদস্য রয়েছেন সিপিআইএমের। আর এই বোর্ড গঠন নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপি।
তৃণমূলের আনতুল হক বলেন, “জনগণের ভালর কথা ভেবে আমরা বসে এই সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে বোর্ড গঠন করেছি।” সিপিআইএম এর কাদির আলি বলেন, “তৃণমূল থেকে বলা হল আপনারা তিনটে নিন। আমাদের ছ’টা পদ দিন। আমরা রাজি হয়ে গিয়েছি। নীতিগত পার্থক্য আছে। তবে ব্যাঙ্কের ক্ষেত্র এই বিষটি ভুলে গিয়েছি।”