Panchayat Election Result 2023: পঞ্চায়েতে জিতে ফের টোটো নিয়ে রাস্তায় বিজেপি প্রার্থী, হারিয়েছিলেন তৃণমূলে দাঁড়ানো ভাইকে
Panchayat Election Result 2023: নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনীবাস গ্রাম পঞ্চায়েতের ১০২ নম্বর আসনে বিজেপি প্রার্থী বিকাশ চন্দ্র দাসষ পেশায় তিনি টোটো চালক।
নদিয়া: ভোট শেষ। ভাইকে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী। তবে এবার ফিরলেন নিজের পেশায়। গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূল প্রার্থী ভাইকে পরাজিত করে ব্যস্ত হয়ে পড়লেন টোটো চালাতে।
নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনীবাস গ্রাম পঞ্চায়েতের ১০২ নম্বর আসনে বিজেপি প্রার্থী বিকাশ চন্দ্র দাসষ পেশায় তিনি টোটো চালক। তবে ভোটের ময়দানে এই আসনটি ছিল নজর কাড়া। দাদা বিকাশ এবং ভা সমীর কুমার দাস ছিল তৃণমূল প্রার্থী। দুই ভাইয়ের মধ্যে কে জিতবে সেই নিয়ে চলছিল জল্পনা।
এরপর ১১ই জুলাই বেরলো ভোটের ফলাফল। তৃণমূল প্রার্থী ভাইকে পরাজিত করে জয়ী হলেন বিকাশ। আনন্দে আত্মহারা পরিবার। তবে এখন ভোট মিটেছে। তাই ফের নিজের পুরনো পেশা অর্থাৎ টোটো চালাতে ব্যস্ত জয়ী এই বিজেপি প্রার্থী।
এই নিয়ে বিকাশবাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান যে, মানুষ চেয়েছেন তাই তিনি জিতেছেন। তবে দুই ভাইয়ের সম্পর্কে অবনতি হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।