AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: ৩০ বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন, এনুমারেশন ফর্ম পাওয়ার পরই ‘আতঙ্কে’ মৃত্যু

Nadia SIR: মৃতের স্ত্রী বলেন, "তিরিশ বছরের বেশি সময় হয়ে গিয়েছে, আমরা এখানে এসেছি। ওর ভোটার আধার কার্ডও ছিল। কিন্তু যখন থেকে এনুমারেশন ফর্ম দিয়ে যায়, তখন থেকে চিন্তা শুরু করে। আমি কিছু বলতে গেলেই বলে, বেশি আমার কানের সামনে বক বক করো না তো। আসলে ২০০২ সালের তালিকায় নাম ছিল না। তাই ছেলেমেয়েদের জন্য চিন্তা করছিল।"

Nadia: ৩০ বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন, এনুমারেশন ফর্ম পাওয়ার পরই 'আতঙ্কে' মৃত্যু
এসআইআর আতঙ্কে মৃত্য়ু!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 10, 2025 | 12:20 PM
Share

নদিয়া: এসআইআর আবহে আরও এক মৃত্যু। পরিবারের অভিযোগ, আতঙ্কেই মৃত্যু।  নদিয়ার তাহেরপুরে মৃত বৃদ্ধের নাম শ্যামলকুমার সাহা। ৩০ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন নদিয়ার তাহেরপুরের বাসিন্দা শ্যামলকুমার সাহা। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই। পরিবারের দাবি, বিএলও বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যান। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যামলকুমারের।

মৃতের স্ত্রী বলেন, “তিরিশ বছরের বেশি সময় হয়ে গিয়েছে, আমরা এখানে এসেছি। ওর ভোটার আধার কার্ডও ছিল। কিন্তু যখন থেকে এনুমারেশন ফর্ম দিয়ে যায়, তখন থেকে চিন্তা শুরু করে। আমি কিছু বলতে গেলেই বলে, বেশি আমার কানের সামনে বক বক করো না তো। আসলে ২০০২ সালের তালিকায় নাম ছিল না। তাই ছেলেমেয়েদের জন্য চিন্তা করছিল।”

প্রতিবেশী এক যুবক বলেন, “আসলে সরকার কিংবা নির্বাচন কমিশন তো বলেনি, CAA তে আবেদন করো, তাহলেই নাগরিকত্ব পাবে। বলছে একটা বিশেষ রাজনৈতিক দল। তাহলে আর সেই কথায় কীভাবে ভরসা রাখবে। সেই কারণেই আতঙ্কে ভুগছিলেন। আমাকেও বেশ কয়েকবার বলেন।”

পরিবারের অভিযোগ, এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের তরফেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। প্রশাসনেরও কেউ আসেননি। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।