Pujoy Pulse: ঘূর্ণির এই মৃৎশিল্পীর হাতের কাজে যেন প্রাণ সঞ্চার হয় প্রতিমারও, এবার তাঁকেই সম্মানিত করল পুজোয় পালস

Sep 28, 2024 | 10:22 PM

Pujoy Pulse: সুদীপ্ত পাল বলেন, "ছোটবেলা থেকেই বাবা বলতেন এটা কর। একটু চেষ্টা করে দেখ। আমি সেই কথা শুনে-শুনে কাজ করতাম। তারপরই এই কাজে যুক্ত হই।" নিজের অভিজ্ঞতার কথা শেয়ার কেন এই মৃৎশিল্পী। বলেন, "বাবার যে সময় সেরিব্রাল অ্যাটাক হয়েছিল সেই সময় ওঁর অসম্পূর্ণ মূর্তি আমি সম্পূর্ণ করি। সেই সময় বাবা চোখে ঠিক মতো দেখতে পারছিলে না।

Follow Us

কৃষ্ণনগর: নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির কাজের জন্য বিখ্যাত সে কথা সকলেরই জানা। এখানকার মৃৎ শিল্প জগৎ বিখ্যাত। আর এই এলাকারই মৃৎ শিল্পী সুদীপ্ত পাল বাবার হাত ধরে কাজ শিখেছেন। আর বাবার স্বপ্নপূরণে মৃৎ শিল্পী হিসাবে যোগ্য প্রমাণ করেছেন তিনি। তারপর শুরু পথ চলা।

সুদীপ্ত পাল বলেন, “ছোটবেলা থেকেই বাবা বলতেন এটা কর। একটু চেষ্টা করে দেখ। আমি সেই কথা শুনে-শুনে কাজ করতাম। তারপরই এই কাজে যুক্ত হই।” নিজের অভিজ্ঞতার কথা শেয়ার কেন এই মৃৎশিল্পী। বলেন, “বাবার যে সময় সেরিব্রাল অ্যাটাক হয়েছিল সেই সময় ওঁর অসম্পূর্ণ মূর্তি আমি সম্পূর্ণ করি। সেই সময় বাবা চোখে ঠিক মতো দেখতে পারছিলে না। তবে মূর্তি গুলো হাত দিয়ে ধরে ধরে তিনি বুঝে গিয়েছেন আমার ছেলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছেন।”

এই শিল্পীর তৈরি প্রতিমা বিদেশে পাড়ি দেয় প্রতি বছর নানা প্রান্তে। আর স্বনাম ধন্য এই শিল্পীকে সম্মানিত করল টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজ়ন ২।

এই খবরটিও পড়ুন

কৃষ্ণনগর: নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির কাজের জন্য বিখ্যাত সে কথা সকলেরই জানা। এখানকার মৃৎ শিল্প জগৎ বিখ্যাত। আর এই এলাকারই মৃৎ শিল্পী সুদীপ্ত পাল বাবার হাত ধরে কাজ শিখেছেন। আর বাবার স্বপ্নপূরণে মৃৎ শিল্পী হিসাবে যোগ্য প্রমাণ করেছেন তিনি। তারপর শুরু পথ চলা।

সুদীপ্ত পাল বলেন, “ছোটবেলা থেকেই বাবা বলতেন এটা কর। একটু চেষ্টা করে দেখ। আমি সেই কথা শুনে-শুনে কাজ করতাম। তারপরই এই কাজে যুক্ত হই।” নিজের অভিজ্ঞতার কথা শেয়ার কেন এই মৃৎশিল্পী। বলেন, “বাবার যে সময় সেরিব্রাল অ্যাটাক হয়েছিল সেই সময় ওঁর অসম্পূর্ণ মূর্তি আমি সম্পূর্ণ করি। সেই সময় বাবা চোখে ঠিক মতো দেখতে পারছিলে না। তবে মূর্তি গুলো হাত দিয়ে ধরে ধরে তিনি বুঝে গিয়েছেন আমার ছেলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছেন।”

এই শিল্পীর তৈরি প্রতিমা বিদেশে পাড়ি দেয় প্রতি বছর নানা প্রান্তে। আর স্বনাম ধন্য এই শিল্পীকে সম্মানিত করল টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজ়ন ২।

এই খবরটিও পড়ুন

Next Article