Barrackpore: জমি-জটে বিবস্ত্র করে ‘মার’, ব্যারাকপুরে আত্মঘাতী চব্বিশের তরুণী, পুলিশের ভূমিকায় প্রশ্ন পরিবারের
Barrackpore: পরিবারের সদস্যরা বলেছেন, রাতে পুলিশ এসে কথা বলে গেলেও ঝামেলা মেটেনি। ফের তাঁদের বাড়িতে হামলা চালায় মদ্যপ যুবকরা। পরিবারের দাবি, পুলিশ অ্যাকশন নিলে এভাবে চলে যেতে হত না অনুপমাকে।
ব্যারাকপুর: জমি নিয়ে বিবাদের জেরে মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ। লজ্জায় আত্মহত্যা তরুণীর। এমনটাই দাবি করছেন পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর ঘটনা নিউ ব্যারাকপুর থানা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন রোডে। মৃতার নাম অনুপমা সরকার (২৪)। অভিযোগ, অনুপমাদের বাড়ির সামনে থাকা কিছু জমি হাতানোর জন্য বেশ কয়েকদিন ধরেই ঝামেলা করছিল বেশ কয়েকজন। বিগত কয়েকদিনে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়।
সূত্রের খবর, একদিন আগে ফের ঝামেলা হয়। বচসা একেবারে চরমে ওঠে। অভিযোগ, বচসার মধ্যেই মদ্যপ অবস্থায় ওই তরুণীর নাইটি ছিঁড়েদেওয়া হয়। তিনি নিউ ব্যারাকপুর থানার দ্বারস্থ হলেও পুলিশের তরফে বিশেষ সহযোগিতা মেলেনি বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। উল্টে সালিশি করে মীমাংসা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তবে পুলিশ হস্তক্ষেপের পরেও মিটমাট হয়নি কিছুই।
পরিবারের সদস্যরা বলেছেন, রাতে পুলিশ এসে কথা বলে গেলেও ঝামেলা মেটেনি। ফের তাঁদের বাড়িতে হামলা চালায় মদ্যপ যুবকরা। পরিবারের দাবি, পুলিশ অ্যাকশন নিলে এভাবে চলে যেতে হত না অনুপমাকে। ইতিমধ্যেই অনুপমার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিউ ব্যারাকপুর থানা সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এদিকে ইতিমধ্যেই দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা।