Arjun Singh: সজলের পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে: অর্জুন সিং
Arjun Singh: অভিযোগ, ৪০ ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে ১৫ ফুটের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষকে। ৭০০ মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়। সেখানে হাঁটতে হচ্ছে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার।

ব্যারাকপুর: গত কয়েকদিন ধরেই বিতর্ক বেড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে। অভিযোগ, ওই পুজোয় সাধারণ মানুষ যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য ঘিরে দেওয়া হয়েছে। এই ভাবে যদি চলতে থাকে, তা হলে পুজো করা সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবের পক্ষে আর সম্ভব হবে না বলে দাবি করেছেন সজল ঘোষ। এবার সেই পুজো নিয়েই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা অর্জুন সিং।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবারের থিম অপারেশন সিঁদুর। দেখানো হয়েছে পহেলগাঁও হামলা থেকে শুরু করে ভারতীয় সেনা অভিযানের ছবি। আর সেই পুজো নিয়ে বাড়ছে বিতর্ক। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বললেন, “ওই পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে।” সজল ঘোষ যাতে ভয় না পেয়ে পুজো চালিয়ে যান, সেই বার্তাই দিয়েছেন অর্জুন।
বিজেপি নেতা বলেন, “ওই পুজোয় সিঁদুরের লড়াই তুলে ধরেছেন। মা-বোনদের সম্মান রক্ষা করার কথা বলেছেন। কিন্তু এখন সিঁদুরেরও রাজনীতিকরণ করা হচ্ছে। সজল ঘোষ বুক চিতিয়ে পুজো করুন। হাজার হাজার মানুষ পাশে আছে।”
অভিযোগ, ৪০ ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে ১৫ ফুটের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষকে। ৭০০ মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়। সেখানে হাঁটতে হচ্ছে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার।
