Basirhat Arms Recovered: বসিরহাটে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি-বোমা, গ্রেফতার একাধিক
Basirhat Arms Recovered: বসিরহাট পুলিশ জেলার উল্লেখযোগ্য স্থান যেমন বনবিবি সেতু, বাসন্তী হাইওয়ে, হাড়োয়া ব্রিজ ও ইছামতি ব্রিজ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে দিন ও রাতে পুলিশের নাকা চেকিং চালাচ্ছে।
উত্তর ২৪ পরগনা: বসিরহাট জুড়ে পুলিশের লাগাতার নাকা চেকিং, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার একাধিক। বসিরহাট পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং ও তল্লাশি জারি রয়েছে। বসিরহাটের স্বরূপনগর থানার বড় বাঁকড়া থেকে বৃহস্পতিবার ভোর রাতে রুহুল আমিন মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি এক নলা বন্দুক ও গুলি। অন্যদিকে বাদুড়িয়া থানার বাদুড়িয়া বাজার থেকে একটি রিভলবার ও গুলিসহ বাবুসোনা মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। অন্যদিকে হাসনাবাদ থানার আমলানী এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে পুলিশ সিরাজুল গাজি নামক এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একনলা বন্দুক ও গুলি।
বসিরহাট পুলিশ জেলার উল্লেখযোগ্য স্থান যেমন বনবিবি সেতু, বাসন্তী হাইওয়ে, হাড়োয়া ব্রিজ ও ইছামতি ব্রিজ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে দিন ও রাতে পুলিশের নাকা চেকিং চালাচ্ছে। তিন দুষ্কৃতীকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
মুর্শিদাবাদের দুটি পৃথক জায়গা থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, ২৩ পিস বোমা উদ্ধার করেছে পুলিশ। সামশেরগঞ্জ থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এবং ১ পিস কার্তুজ-সহ ১৮ পিস বোমা উদ্ধার করে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। বলাই বাহুল্য বীরভূমে গত চারদিনে উদ্ধার হচ্ছে ৪০০টি বোমা, ৩০ কেজি বিস্ফোরক। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে। তবে এর মধ্যেও চলছে বোমাবাজির ঘটনা। ভাটপাড়া, হালিশহরে বোমাবাজি হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেই।
রাজ্যে এত অস্ত্র, বোমা আসছে কোথা থেকে? পুলিশ কি আগে থেকে কিছুই জানত না? কীভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এত বোমা-অস্ত্র উদ্ধার? প্রশ্ন তুলছেন বিরোধীরা।
আরও পড়ুন: Fake Call Center: টানা আট ঘণ্টার ‘শিফটিং আওয়ার্স’, এক্কেবারে কর্পোরেট হাউজ! সেখান থেকেই গ্রেফতার ১৪