Bijpur: ৩ বছরের পুরনো মামলায় হঠাৎই বীজপুরের বিজেপির যুব নেতাকে গ্রেফতারি পরোয়ানা, বিতর্ক
Bijpur BJP Leader Arrest: বিজেপির তরফ থেকে পুলিশকে মারধর করা হয়, এই পাল্টা অভিযোগে বীজপুর থানার পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা করে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ মোট আটজনের বিরুদ্ধে। তাঁদেরকে নোটিস পাঠায় পুলিশ বীজপুর থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনা: বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব সভাপতি বিমলেশ তেওয়ারিকে গ্রেফতারি পরোয়ানা নোটিস বীজপুর থানার। ২০২২ সালের ১৫ নভেম্বর দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরি কটু কথা বলার প্রতিবাদে কাঁচরাপাড়া কলেজ মোড়ে এক বিক্ষোভ আন্দোলন করেছিল বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা। সেই আন্দোলনে পুলিশ পৌঁছলে সেখানে তাঁদেরকে মারধর করা হয় বলে অভিযোগ।
বিজেপির তরফ থেকে পুলিশকে মারধর করা হয়, এই পাল্টা অভিযোগে বীজপুর থানার পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা করে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ মোট আটজনের বিরুদ্ধে। তাঁদেরকে নোটিস পাঠায় পুলিশ বীজপুর থানার পুলিশ। যদিও তাঁরা বারাকপুর আদালত থেকে জামিন পান। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে পুলিশ এবং তাঁদের সহযোগিতা করছে তৃণমূল বলে অভিযোগ।
বিমলেশ তিওয়ারির বক্তব্য, “পুলিশের বড় কর্তা, আইসি সেদিন দাঁড়িয়েছিলেন, তাঁদের সামনেই আমাদের মারধর করা হল। পরের দিন বিকালে জানতে পারলাম আমাদের বিরুদ্ধেই পুলিশের ওপর হামলা, খুনের চেষ্টা, আর্মস অ্যাক্টে যতগুলো ভুয়ো মামলা হয়, চাপিয়ে দিয়েছে। কোর্টের ছুটির ঠিক এক দিন আগে, যেখানে চার্জশিট জমা পড়ে গিয়েছে, তখন যে এইভাবে নোটিস আসে, আগের তিন বছরে এই নিয়ে একটাও কথা হল না? আমরা জানতেই পারলাম না! এটাতেই তো বোঝা যাচ্ছে, এটা পরিকল্পিত।”
যদিও তৃণমূলের তরফ থেকে কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক তালুকদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, এসবের মধ্যে রাজনীতি কোন যোগ নেই। এটা আইনের ব্যাপার। তারা আদালত থেকে বিষয়টা বুঝে নেবে।
