Rekha Patra: ‘রোহিঙ্গারা হামলা করেছে’, রেখা পাত্রের মুখে সাংঘাতিক দাবি…
Rekha Patra: রেখার কথায়, "আমাদের নামে কেস করানোর হুমকি দিচ্ছে। তৃণমূল চক্রান্ত করছে। এরা পদে পদে মা বোনেদের উপর অত্যাচার করে গিয়েছে। আমাদের আন্দোলন তো রাজনৈতিক ছিল না। বিজেপি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বলে বিজেপিকে বদনাম করতে এসব করছে দিলীপ মল্লিক, ভক্ত দাস, বাবু মণ্ডলরা।"
সন্দেশখালি: একের পর এক ভাইরাল ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি) ঘিরে তেতে রয়েছে সন্দেশখালির মাটি। এরইমধ্যে রবিবার সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রও। এদিন বিস্ফোরক সব দাবি শোনা গেল রেখা পাত্রের মুখে। তাঁর দাবি, এখনও এখানে দুর্নীতি হচ্ছে। রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা ধরিয়ে গাড়ির ভিতরে হুমকি দিয়ে ভয় দেখিয়ে ওর থেকে মিথ্যা বাইট নিয়েছে।
রেখার কথায়, “আমাদের নামে কেস করানোর হুমকি দিচ্ছে। তৃণমূল চক্রান্ত করছে। এরা পদে পদে মা বোনেদের উপর অত্যাচার করে গিয়েছে। আমাদের আন্দোলন তো রাজনৈতিক ছিল না। বিজেপি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বলে বিজেপিকে বদনাম করতে এসব করছে দিলীপ মল্লিক, ভক্ত দাস, বাবু মণ্ডলরা।”
রেখার দাবি, “রাজ্যের পুলিশ রাতের অন্ধকারে জেলেখালিতে একজনের বাড়িতে গিয়ে দরজায় লাথি মেরেছে। রোহিঙ্গারা গিয়ে হামলা করেছে একজনের বাড়িতে। হাত ভেঙে গিয়েছে। অথচ অপরাধীদের না ধরে পুলিশ ওই বাড়ির লোককেই গ্রেফতার করেছে। কেন করা হবে এমন? আমরা আজ রাজ্য পুলিশের কাছে জবাব চাই। কেন এরকম ওরা করবে?”