Sandeshkhali: ফের তপ্ত সন্দেশখালি! কাঠপোল বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
Sandeshkhali: রবিবারের গোলমালের ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের গ্রেফতারির প্রতিবাদে আজ সন্দেশখালির কাঠপোল বাজার এলাকায় বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন।
সন্দেশখালি: ভোট চতুর্থীর বিকেলে নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। রবিবারের ঘটনায় গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ সন্দেশখালির গ্রামবাসীদের একাংশের। রবিবার দুপুরে তপ্ত হয়েছিল সন্দেশখালির বাতাবরণ। থানার সামনে গ্রামবাসীদের একাংশের বিক্ষোভ, পরে বিধায়ক-ঘনিষ্ঠ এক যুব কর্মীকে মারধরের অভিযোগে উত্তাল হয়েছিল সন্দেশখালি। গতকালের সেই গোলমালের ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের গ্রেফতারির প্রতিবাদে আজ সন্দেশখালির কাঠপোল বাজার এলাকায় বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা।
রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভরত গ্রামবাসীদের দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে, তারা গোলমালের ঘটনার সঙ্গে যুক্ত নন। বিক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় আগুন জ্বালিয়ে স্লোগানিং করতে থাকেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তার দিকে নজর রাখছেন পুলিশকর্মীরা।
উল্লেখ্য, লোকসভা ভোটের আবহে নতুন করে চর্চায় উঠে এসেছে সন্দেশখালির প্রসঙ্গ। একের পর এক ভাইরাল ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। একেবারে শেষ দফায় ভোট রয়েছে বসিরহাটে। তার আগে সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো বিতর্কে পুরোদমে রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নেমে পড়েছে শাসক শিবির। পাল্টা বক্তব্য আসছে পদ্ম শিবিরের দিক থেকেও।
এই পরিস্থিতির মধ্যেই গতকাল তপ্ত হয়েছিল সন্দেশখালি। বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছিল, সন্দেশখালির নির্যাতিতাদের টাকা দিয়ে চাপ তৈরি করে বয়ান বদল করানোর চেষ্টা করছে শাসক শিবির। গতকাল সন্দেশখালি থানার সামনেও একপ্রস্থ বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা।