AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF Jawan news: ৭৬ লক্ষ টাকার সোনা! পাচার করার আগেই তুলে নিল BSF

North 24 Pargana: জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত ফাঁড়িতে পরিচালিত অভিযানে বিএসএফ সদস্যরা একজন পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে। তারপর অভিযুক্তের কাছ থেকে ৫৭৯ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৬.৫০ লক্ষ।

BSF Jawan news: ৭৬ লক্ষ টাকার সোনা! পাচার করার আগেই তুলে নিল BSF
BSF কী পেল দেখুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2025 | 1:15 PM
Share

কলকাতা: উৎসবের মরশুম। শনিবার রয়েছে ধনতেরাস। তবে সোনার দাম যেভাবে ক্রমেই বেড়েছে তাতে মধ্যবিত্ত আর তা স্পর্শ করতে পারছে না। কিন্তু বাজারে সোনার দাম যতই বাড়ুক, সীমান্তে এই সোনা পাচার কিন্তু বন্ধ হচ্ছে না। তবে তৎপর রয়েছেন বিএসএফ জওয়ানরাও। সোনা পাচারের আগেই হাতেনাতে ধরা পড়ল তারা। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে একটি বড় সোনা চোরাচালানের চেষ্টা ব্যর্থ করেছে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত ফাঁড়িতে পরিচালিত অভিযানে বিএসএফ সদস্যরা একজন পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে। তারপর অভিযুক্তের কাছ থেকে ৫৭৯ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৬.৫০ লক্ষ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১৬ অক্টোবর নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাকিমপুর বাজার থেকে স্বরূপদহের দিকে যাচ্ছিল একটি সন্দেহজনক গাড়ি। সেই সময় বিএসএফের একটি দল টহল দিচ্ছিল। সন্দেহ হওয়ায় সেটিকে আটক করে তল্লাশি চালায়। সেই সময় গাড়ির ড্যাশবোর্ডে কালো ফিতে মোড়ানো একটি আয়তাকার ধাতব বস্তু পাওয়া যায়। সেই ফিতে সরিয়ে দেখা যায়, সেটি আসলে একটি সোনার বার।

উদ্ধার হওয়া সোনা ও গাড়িটিকে বাজেয়াপ্ত করেন জওয়ানরা। গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, “সীমান্তে বেআইনি কার্যকলাপ রুখতে বিএসএফ সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত। যে কোনও চোরাচালান বা অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকার বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে—সোনা পাচার ও অন্য কোনও বেআইনি কার্যকলাপের তথ্য থাকলে তা বিএসএফের সীমা সাথী হেল্পলাইন ১৪৪১৯ নম্বরে অথবা ৯৯০৩৪৭২২২৭ নম্বরে হোয়াটসঅ্যাপ বা ভয়েস বার্তা পাঠিয়ে জানাতে।