CPM: ‘বলছে আর যদি উত্তম বা ননীর পিছনে লাগিস…মার্ডার করে দেব’, CPM কর্মীকে রড দিয়ে মার CPM নেতার
Khardah: অভিযোগ, দলের বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তম বণিক নামে এক সিপিএম নেতা। সেই কারণে দলেরই হোটাসঅ্যাপ গ্রুপে তাঁর প্রতিবাদ করেছিলেন পার্টির অপর সদস্য সৌমিত্র আচার্য। অভিযোগ, এরই প্রতিশোধ নিতে হাজির হন উত্তম। বাড়ির সামনেই সৌমিত্রবাবুকে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধরক মারধর।

খড়দহ: তৃণমূল-বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খবর হামেশাই প্রকাশ্যে আসে। তবে রাজ্যে যে সিপিএম শূন্য,তাদেরও এবার গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। খড়দহে সিপিএম-এর গোষ্ঠী কোন্দল। দলের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করতেই সিপিএম নেতার হাতে আক্রান্ত সিপিএম কর্মী। পলাতক অভিযুক্ত নেতা।
অভিযোগ, দলের বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তম বণিক নামে এক সিপিএম নেতা। সেই কারণে দলেরই হোটাসঅ্যাপ গ্রুপে তাঁর প্রতিবাদ করেছিলেন পার্টির অপর সদস্য সৌমিত্র আচার্য। অভিযোগ, এরই প্রতিশোধ নিতে হাজির হন উত্তম। বাড়ির সামনেই সৌমিত্রবাবুকে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পায় চোখ দু’খানি। এই ঘটনার পর চরম আতঙ্কে রয়েছেন সৌমিত্রবাবু ও তাঁর পরিবার। অভিযুক্ত সিপিএম নেতার নামে অভিযোগ দায়ের করা হয়েছে রহড়া থানায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সিপিএম নেতা উত্তম বণিক ও ননীগোপাল। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
“আমায় মেরেছে উত্তম বণিক ও ননী গোপাল দাস। এদের মধ্যে উত্তম বণিক আমায় গতকাল পাড়ায় বেরিয়েছিলাম। তিনটে ছেলে আমায় স্কুটি নিয়ে এসে আমায় মারধর করে। যে সময় মেরেছে সেই সময় আমি বাড়ির একদম কাছে। এটাও বলেছে, এরপর যদি উত্তম আর ননীগোপালের পিছনে লাগিস…আজ ছেড়ে দিলাম নয়ত মার্ডার করে দেব।” তিনি এও বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতি করছি। বিরোধী দলের কেউ কোনও দিন আমার গায়ে হাত দেয়নি। ভোটের সময় কথা কাটাকাটি হয় কিন্তু সেটার জন্য কেউ গায়ে হাত তোলেনি। আমি তো আতঙ্কিত। আর আমাদের পার্টিতে সকলে কথা বলতে পারে। সেই মতোই আমি হোয়াটস অ্যাপে পোস্ট করেছিলাম। কিন্তু তার জন্য এভাবে মারবে?”
