ED Raid: বালুর প্রাক্তন PA-র বাড়িতে প্রায় ৫ ঘণ্টা তল্লাশি, ফাইল নিয়ে গেল ইডি

জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তাপসের বাড়ির একাধিক আলমারিতে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে বিভিন্ন ফাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি তাঁরা নিয়েছেন বলে জানা গিয়েছে। তাপসকেও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাপসের বাড়ি থেকে কী নথি নেওয়া হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পেয়েছেন তদন্তকারীরা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ED Raid: বালুর প্রাক্তন PA-র বাড়িতে প্রায় ৫ ঘণ্টা তল্লাশি, ফাইল নিয়ে গেল ইডি
তদন্তের পর বেরচ্ছেন ইডি আধিকারিকরাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 10:59 PM

খড়দহ: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির পর থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নজরে তাঁর ঘনিষ্ঠরা। শনিবার বিকালে ইডি গিয়েছিল জ্যোতিপ্রিয়ের প্রাক্তন আপ্ত সহায়ক তাপস বিশ্বাসের বাড়ি। খড়দহের রহড়াতে তাপসের প্রাসাদোপম বাড়ি। সেখানেই তল্লাশি চালাতে হাজির হন ইডি অফিসাররা। প্রায় সাড়ে চার ঘণ্টারও বেশি সময় তল্লাশির পর সেখান থেকে বের হন ইডি আধিকারিকরা। তাপসের বাড়ি থেকে বেশ কিছু নথি ইডি আধিকারিকরা নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তাপসের বাড়ির একাধিক আলমারিতে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে বিভিন্ন ফাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি তাঁরা নিয়েছেন বলে জানা গিয়েছে। তাপসকেও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাপসের বাড়ি থেকে কী নথি নেওয়া হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পেয়েছেন তদন্তকারীরা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি কাণ্ডে প্রথমে গ্রেফতার হয়েছিল বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে রেশন দু্র্নীতি নিয়ে একাধিক তথ্য আসে তদন্তকারীদের হাতে। ইডি সূত্রে খবর, বাকিবুরের সূত্রে ধরেই উঠে আসে বালুর নাম। এর পর জ্যোতিপ্রিয়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি। তার পর মন্ত্রী ঘনিষ্ঠ একাধিক জনের বাড়িতে তল্লাশি চালাল ইডি। সেই তালিকায় শনিবার যোগ হল বালুর প্রাক্তন আপ্ত সহায়কের নামও।